শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
মুম্বাইয়ে শুভেচ্ছা সফর শেষে নিজ দেশে ফিরে গেলো ফরাসী নৌবাহিনীর জাহাজ একোনিট। গত ২৮ অক্টোবর থেকে ০২ নভেম্বর অবধি উভয় পক্ষের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন স্বরূপ ভারতে অবস্থান করছিলো জাহাজটি।
উল্লেখ্য, ফরাসি নৌবাহিনীর পাঁচটি লা ফায়েট ক্লাস ফ্রিগেটের অন্যতম এই জাহাজটি। বৃহস্পতিবার, ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, জাহাজের ক্রুদের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর কর্মীদের পূর্ব থেকেই পেশাদার এবং সামাজিক যোগাযোগ ছিল।
জানা গিয়েছে, পাঁচদিনের এই সংক্ষিপ্ত অবস্থানকালে ভারতীয় নৌবাহিনীর সাথে একটি মহড়াতেও অংশ নেয় ফরাসী জাহাজটি। এছাড়া, ভারতীয় ওয়েস্টার্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ ভাইস এডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের সাথে সাক্ষাত করেন ফরাসী জাহাজটির কমান্ডিং অফিসার গুয়োন।
উভয় দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক স্থিতিশীল রাখতে ও আরও এগিয়ে নিতে এ ধরণের সফর বড় ভূমিকা রাখে বলে বক্তব্য দিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক