ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সম্পর্ক বাড়াচ্ছে ভারত-নামিবিয়া

  • প্রতিনিধি
  • ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৮:৫৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • 42

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত ও নামিবিয়া। বৃহস্পতিবার, উভয় দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যকার ৪র্থ বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র দপ্তর।

জানা গিয়েছে, উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, শক্তি, প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং শিল্পে সহযোগিতা বাড়ানোসহ বৈশ্বিক ও আঞ্চলিক স্বার্থের দ্বিপাক্ষিক সকল ইস্যুতে অংশীদারিত্ব বাড়াবে উভয় পক্ষ।

এসময়, জাতিসংঘ, আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ), কোয়ালিশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিডিআরআই) এর মতো বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন উভয় দেশের প্রতিনিধিগণ।

এছাড়া, চিতা হস্তান্তরে সহযোগিতা করায় নামিবিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ভারত। ভবিষ্যতে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে ধারণা করছে বিশ্লেষক মহল।

বৈঠকটি নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন যুগ্ম সচিব (পূর্ব ও দক্ষিণ আফ্রিকান বিভাগ) পুনীত আর. কুন্ডাল। অন্যদিকে, নামিবিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত সাবিন বোহলকে মোলার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

সম্পর্ক বাড়াচ্ছে ভারত-নামিবিয়া

ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৮:৫৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত ও নামিবিয়া। বৃহস্পতিবার, উভয় দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যকার ৪র্থ বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র দপ্তর।

জানা গিয়েছে, উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, শক্তি, প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং শিল্পে সহযোগিতা বাড়ানোসহ বৈশ্বিক ও আঞ্চলিক স্বার্থের দ্বিপাক্ষিক সকল ইস্যুতে অংশীদারিত্ব বাড়াবে উভয় পক্ষ।

এসময়, জাতিসংঘ, আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ), কোয়ালিশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিডিআরআই) এর মতো বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন উভয় দেশের প্রতিনিধিগণ।

এছাড়া, চিতা হস্তান্তরে সহযোগিতা করায় নামিবিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ভারত। ভবিষ্যতে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে ধারণা করছে বিশ্লেষক মহল।

বৈঠকটি নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন যুগ্ম সচিব (পূর্ব ও দক্ষিণ আফ্রিকান বিভাগ) পুনীত আর. কুন্ডাল। অন্যদিকে, নামিবিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত সাবিন বোহলকে মোলার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক