ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

নামিবিয়ার চিতা নিয়ে মোদীর উচ্ছ্বসিত টুইট

  • প্রতিনিধি
  • ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৯:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • 36

‘দারুণ’ খবর! টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে শনিবার বিকেলে নামিবায়া থেকে আনা ২টি চিতাকে অপেক্ষাকৃত বড় এলাকায় ছেড়ে দেওয়া নিয়ে এমনই প্রতিক্রিয়া ভারত সরকারের সুপ্রিমোর।

সুদূর আফ্রিকা থেকে আনা ৮টি চিতাকে প্রথমে ছোট ঘেরাটোপে রাখা হয়েছিল। এদেশের প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য চিতাগুলোকে ৫০ দিন ওখানে রাখা ছিল।

কিন্তু, তাদের আচরণে তেমন কোনও পরিবর্তন না-হওয়ায় শনিবার বিকেলে তাদের মধ্যে ২টি চিতাকে একটু বড় পরিধিতে ছাড়া হল। আর তা নিয়েই এদিন সকালে টুইট প্রধানমন্ত্রীর।

মোদি লিখেছেন, দারুণ খবর! আমাকে জানানো হয়েছে, বাধ্যতামূলক নিভৃতবাসে রাখার পর ২টি চিতাকে বড় জায়গায় অবাধ বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। যাতে তারা কুনো জঙ্গলের পরিবেশের সঙ্গে আরও মানিয়ে নিতে পারে।

বাকিদেরও শীঘ্রই ছাড়া হবে। আমি জেনে আরও খুশি হয়েছি যে, সব চিতাই সুস্থ আছে। খুব ভালোভাবে মানিয়ে নিয়ে সচল-সক্ষম আছে। টুইটের সঙ্গে মোদী একটি ভিডিও পোস্ট করেছেন।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর মোদি নিজের জন্মদিনে আফ্রিকা থেকে আসা চিতাগুলোকে কুনো জঙ্গলে ছেড়েছিলেন। ২টি চিতাকে জঙ্গলের বড় পরিসরে ছাড়ার ঘটনা নিয়ে মনে দুঃখ পেয়েছেন মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ। কারণ চিতা দুটিকে ছাড়া কথা ছিল রবিবার। অজ্ঞাত কারণে শনিবারই তাদের বড় এলাকায় ছেড়ে দেওয়া হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

নামিবিয়ার চিতা নিয়ে মোদীর উচ্ছ্বসিত টুইট

ইত্তেহাদ ডেস্ক ।। প্রকাশ: ০৯:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

‘দারুণ’ খবর! টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে শনিবার বিকেলে নামিবায়া থেকে আনা ২টি চিতাকে অপেক্ষাকৃত বড় এলাকায় ছেড়ে দেওয়া নিয়ে এমনই প্রতিক্রিয়া ভারত সরকারের সুপ্রিমোর।

সুদূর আফ্রিকা থেকে আনা ৮টি চিতাকে প্রথমে ছোট ঘেরাটোপে রাখা হয়েছিল। এদেশের প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য চিতাগুলোকে ৫০ দিন ওখানে রাখা ছিল।

কিন্তু, তাদের আচরণে তেমন কোনও পরিবর্তন না-হওয়ায় শনিবার বিকেলে তাদের মধ্যে ২টি চিতাকে একটু বড় পরিধিতে ছাড়া হল। আর তা নিয়েই এদিন সকালে টুইট প্রধানমন্ত্রীর।

মোদি লিখেছেন, দারুণ খবর! আমাকে জানানো হয়েছে, বাধ্যতামূলক নিভৃতবাসে রাখার পর ২টি চিতাকে বড় জায়গায় অবাধ বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। যাতে তারা কুনো জঙ্গলের পরিবেশের সঙ্গে আরও মানিয়ে নিতে পারে।

বাকিদেরও শীঘ্রই ছাড়া হবে। আমি জেনে আরও খুশি হয়েছি যে, সব চিতাই সুস্থ আছে। খুব ভালোভাবে মানিয়ে নিয়ে সচল-সক্ষম আছে। টুইটের সঙ্গে মোদী একটি ভিডিও পোস্ট করেছেন।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর মোদি নিজের জন্মদিনে আফ্রিকা থেকে আসা চিতাগুলোকে কুনো জঙ্গলে ছেড়েছিলেন। ২টি চিতাকে জঙ্গলের বড় পরিসরে ছাড়ার ঘটনা নিয়ে মনে দুঃখ পেয়েছেন মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ। কারণ চিতা দুটিকে ছাড়া কথা ছিল রবিবার। অজ্ঞাত কারণে শনিবারই তাদের বড় এলাকায় ছেড়ে দেওয়া হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক