১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের বিধায়কদের সমুদ্রাভিযান

মহারাষ্ট্রের এমপি, বিধায়ক, এমএলসি এবং সরকারি কর্মকর্তাদের সম্মানে একদিনের নৌ সক্ষমতা প্রদর্শনীর আয়োজন করেছিলো ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার, ‘ডে এট সি’ নামে অনুষ্ঠানটির আয়োজন করে ওয়েস্টার্ন নেভাল কমান্ড।

পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, সমাজের সকল অংশের মধ্যে, বিশেষ করে উপকূলীয় রাজ্যগুলোর মধ্যে বৃহত্তর সমুদ্র সচেতনতা তৈরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সাথে সহমত পোষণ করে নৌবাহিনী। তারই একটি প্রদর্শনী হয়ে গেলো এই গোটা আয়োজনে।

প্রদর্শনীতে অংশ নিয়েছিলো আইএনএস চেন্নাই, আইএনএস বিশাখাপত্তনম এবং আইএনএস তেগ, ওয়েস্টার্ন ফ্লিটের ফ্রন্ট-লাইন জাহাজ। এসময়, ২৫ জন বিধায়ক এবং একজন মন্ত্রীসহ ১২৫ জন দর্শক এবং কর্মকর্তাকে স্বাগত জানায় তারা। এই ইভেন্টটি তাদের ভারতীয় নৌবাহিনীতে দৈনন্দিন নৌ ক্রিয়াকলাপ এবং জাহাজের জীবন দেখার একটি অনন্য সুযোগ দিয়েছে।

এসময়, আগত বিশিষ্ট ব্যক্তিদের সমুদ্রে নৌবাহিনীর কর্মকাণ্ডের বিস্তৃত বিবরণ প্রদানের জন্য একটি সাবমেরিন প্রদর্শনীও করা হয়। জাহাজে আরোহীদের মধ্যে ছিলেন মন্ত্রী চন্দ্রকান্ত দাদা পাতিল এবং বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকর।

পরবর্তীতে সমস্ত পরিদর্শনকারী বিশিষ্ট ব্যক্তিরা সিনিয়র কমান্ড কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

মহারাষ্ট্রের বিধায়কদের সমুদ্রাভিযান

প্রকাশ: ০৮:১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

মহারাষ্ট্রের এমপি, বিধায়ক, এমএলসি এবং সরকারি কর্মকর্তাদের সম্মানে একদিনের নৌ সক্ষমতা প্রদর্শনীর আয়োজন করেছিলো ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার, ‘ডে এট সি’ নামে অনুষ্ঠানটির আয়োজন করে ওয়েস্টার্ন নেভাল কমান্ড।

পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, সমাজের সকল অংশের মধ্যে, বিশেষ করে উপকূলীয় রাজ্যগুলোর মধ্যে বৃহত্তর সমুদ্র সচেতনতা তৈরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সাথে সহমত পোষণ করে নৌবাহিনী। তারই একটি প্রদর্শনী হয়ে গেলো এই গোটা আয়োজনে।

প্রদর্শনীতে অংশ নিয়েছিলো আইএনএস চেন্নাই, আইএনএস বিশাখাপত্তনম এবং আইএনএস তেগ, ওয়েস্টার্ন ফ্লিটের ফ্রন্ট-লাইন জাহাজ। এসময়, ২৫ জন বিধায়ক এবং একজন মন্ত্রীসহ ১২৫ জন দর্শক এবং কর্মকর্তাকে স্বাগত জানায় তারা। এই ইভেন্টটি তাদের ভারতীয় নৌবাহিনীতে দৈনন্দিন নৌ ক্রিয়াকলাপ এবং জাহাজের জীবন দেখার একটি অনন্য সুযোগ দিয়েছে।

এসময়, আগত বিশিষ্ট ব্যক্তিদের সমুদ্রে নৌবাহিনীর কর্মকাণ্ডের বিস্তৃত বিবরণ প্রদানের জন্য একটি সাবমেরিন প্রদর্শনীও করা হয়। জাহাজে আরোহীদের মধ্যে ছিলেন মন্ত্রী চন্দ্রকান্ত দাদা পাতিল এবং বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকর।

পরবর্তীতে সমস্ত পরিদর্শনকারী বিশিষ্ট ব্যক্তিরা সিনিয়র কমান্ড কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক