উদ্ভাবন, আইসিটি ও শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত এবং ফিনল্যান্ড। সোমবার, নয়াদিল্লীতে ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং এবং ফিনল্যান্ডের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী পেট্রি হোনকোনেন এর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। তারা জানায়, বায়োটেক, প্রযুক্তি, বিজ্ঞান, উদ্ভাবন, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, কনস্যুলার এবং সাংস্কৃতিক বিষয়াদিতে সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতি, জি-২০ গ্রুপের ভবিষ্যত এবং নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধিগণ।
ব্যক্তিগত পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দুই মন্ত্রীর উপস্থিতিতে উভয় পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পৃথকভাবে বৈঠক করেন বলেও জানা গিয়েছে। এসময়, কোভিড-১৯ চলাকালীন সময়ে দৃঢ় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানান ফিনল্যান্ডের মন্ত্রী। পাশাপাশি টিকাকরণ প্রকল্পে ভারতের দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক