দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত ও রোমানিয়া। সোমবার, নয়াদিল্লীতে উভয় রাষ্ট্রের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যকার ৪র্থ পরামর্শ সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
তারা জানায়, উভয় রাষ্ট্র আগামী ২০২৩ সালে দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ করতে চলেছে। এমতাবস্থায়, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, কনস্যুলার এবং সাংস্কৃতিক বিষয়াদিতে সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতি, জি-২০ গ্রুপের ভবিষ্যত এবং নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধিগণ।
বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মধ্য ইউরোপ) অরুণ কুমার সাহু। অন্যদিকে, রোমানিয়ার পক্ষের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক অলিভিয়া টোডেরিয়ান।
উভয় পক্ষই বুখারেস্টে পারস্পরিক সুবিধাজনক তারিখে পরের রাউন্ড ফরেন অফিস কনসালটেশনের আয়োজন করতে সম্মত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক