০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জি-২০ সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সাথে মোদী

ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি-২০ সম্মেলনে বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রনেতাদের জমায়েত দেখা গিয়েছে। বুধবার সেখানে জো বাইডেন থেকে ঋষি সুনাক সমেত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের ভারতের আঞ্চলিক শিল্পের নানান জিনিস উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উপহারের বেশিরভাগই হিমাচল প্রদেশ ও গুজরাতের শিল্প কীর্তি থেকে উঠে এসেছে। প্রসঙ্গত, সামনেই রয়েছে গুজরাট নির্বাচন, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে হিমাচলের ভোট। একনজরে দেখে নেওয়া যাক, কোন রাষ্ট্রনেতা কোন উপহার পেলেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাচেকে ভারতের তরফে উপহার দেওয়া হয়েছে পিতলের সেট। মূলত এটি হিমাচলের কুলু ও মান্ডিতে পাওয়া যায়। সেখানে বাদ্যযন্ত্র হিসাবে এই সেট দেখা যায়। যদিও বর্তমানে তা ঘর সাজানোর জিনিস হিসাবে ব্যবহৃত হয়।

গুজরাতের সুরতের রুপোর বিশেষ একটি বাসন ও হিমাচল প্রদেশের কিন্নরের শাল উপহার দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে।

একইভাবে, গুজরাতের কচ্ছে তৈরি হওয়া ‘আগাতে বউল’, এক বিশেষ ধরনের পাথরের বাটি বিশেষ উপহার হিসাবে তুলে দেওয়া হয়েছে একাধিক রাষ্ট্রনেতাকে। এই উপহার দেওয়া হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। একই উপহার মোদী দিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিংলুংকে। জার্মানির চ্যান্সেলার ওলাফ স্কোলজকেও এই উপহার দেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নরেন্দ্র মোদী উপহার দিয়েছেন পাটান পাটোলা ওড়না। এতে মূলত দু ধরনের ইক্কত কাজ রয়েছে, যে শিল্প কীর্তি দেখা যায় গুজরাতের উত্তর অংশে। মজার বিষয় হল, এই ওড়নার দুটি দিকের বুনোটই সমান। ফলে উল্টো-সোজা ধরা যায় না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজকে পিথোরার কাজের একটি শিল্প সামগ্রী উপহার দেন মোদী। মূলত এই শিল্প কাজ গুজরাতের ছোটা উদয়পুরের রাথওয়া শিল্পীরা করে থাকেন। মূলত অস্ট্রোলিয়ার এক সম্প্রদায়ও এমন কারুশিল্প করে। যার সঙ্গে সাযুজ্য রয়েছে পিথোরা শিল্পকাজের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জি সম্মেলনে নরেন্দ্র মোদী উপহার দিলেন ‘মাতা নি পচেড়ি’! এই বিশেষ শিল্প কাজও তৈরি হয় গুজরাতে। এটি মন্দিরে দেবীর প্রতি অর্পণ করা হয়।

শ্রীকৃষ্ণ ও রাধার একটি ছবি হিমাচল প্রদেশের কাংরার শিল্পীদের কারুকার্য। এই কংরা পেন্টিং নরেন্দ্র মোদী উপহার দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

 

ট্যাগ:

জি-২০ সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সাথে মোদী

প্রকাশ: ০৯:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি-২০ সম্মেলনে বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রনেতাদের জমায়েত দেখা গিয়েছে। বুধবার সেখানে জো বাইডেন থেকে ঋষি সুনাক সমেত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের ভারতের আঞ্চলিক শিল্পের নানান জিনিস উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উপহারের বেশিরভাগই হিমাচল প্রদেশ ও গুজরাতের শিল্প কীর্তি থেকে উঠে এসেছে। প্রসঙ্গত, সামনেই রয়েছে গুজরাট নির্বাচন, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে হিমাচলের ভোট। একনজরে দেখে নেওয়া যাক, কোন রাষ্ট্রনেতা কোন উপহার পেলেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাচেকে ভারতের তরফে উপহার দেওয়া হয়েছে পিতলের সেট। মূলত এটি হিমাচলের কুলু ও মান্ডিতে পাওয়া যায়। সেখানে বাদ্যযন্ত্র হিসাবে এই সেট দেখা যায়। যদিও বর্তমানে তা ঘর সাজানোর জিনিস হিসাবে ব্যবহৃত হয়।

গুজরাতের সুরতের রুপোর বিশেষ একটি বাসন ও হিমাচল প্রদেশের কিন্নরের শাল উপহার দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে।

একইভাবে, গুজরাতের কচ্ছে তৈরি হওয়া ‘আগাতে বউল’, এক বিশেষ ধরনের পাথরের বাটি বিশেষ উপহার হিসাবে তুলে দেওয়া হয়েছে একাধিক রাষ্ট্রনেতাকে। এই উপহার দেওয়া হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। একই উপহার মোদী দিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিংলুংকে। জার্মানির চ্যান্সেলার ওলাফ স্কোলজকেও এই উপহার দেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নরেন্দ্র মোদী উপহার দিয়েছেন পাটান পাটোলা ওড়না। এতে মূলত দু ধরনের ইক্কত কাজ রয়েছে, যে শিল্প কীর্তি দেখা যায় গুজরাতের উত্তর অংশে। মজার বিষয় হল, এই ওড়নার দুটি দিকের বুনোটই সমান। ফলে উল্টো-সোজা ধরা যায় না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজকে পিথোরার কাজের একটি শিল্প সামগ্রী উপহার দেন মোদী। মূলত এই শিল্প কাজ গুজরাতের ছোটা উদয়পুরের রাথওয়া শিল্পীরা করে থাকেন। মূলত অস্ট্রোলিয়ার এক সম্প্রদায়ও এমন কারুশিল্প করে। যার সঙ্গে সাযুজ্য রয়েছে পিথোরা শিল্পকাজের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জি সম্মেলনে নরেন্দ্র মোদী উপহার দিলেন ‘মাতা নি পচেড়ি’! এই বিশেষ শিল্প কাজও তৈরি হয় গুজরাতে। এটি মন্দিরে দেবীর প্রতি অর্পণ করা হয়।

শ্রীকৃষ্ণ ও রাধার একটি ছবি হিমাচল প্রদেশের কাংরার শিল্পীদের কারুকার্য। এই কংরা পেন্টিং নরেন্দ্র মোদী উপহার দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক