০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জি-২০: মোদীর গলায় ডিজিটাল ইন্ডিয়ার জয়ধ্বনী

জি২০-র সভাপতি হিসেবে ডিজিটাল বাধা দূর করার ওপর জোর দেবে ভারত। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “উন্নয়নশীল দেশগুলো যাতে প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা পায়, তা সুনিশ্চিত করবে ভারত।”

ডিজিটাল রূপান্তর নিয়ে সেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, “জি২০-র সভাপতি হিসেবে ভারত ‘উন্নয়নের জন্য ডেটা’ নীতি অনুসরণ করবে। এটা হবে আমাদের সামগ্রিক থিম – ‘এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যত’-এর একটি অবিচ্ছেদ্য অংশ হবে।”

হিন্দিতে নিজের ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, “ভারতে আমরা সবার কাছে প্রযুক্তি পৌঁছে দিচ্ছি। কিন্তু আন্তর্জাতিক স্তরে, এখনও বিশাল ডিজিটাল বিভাজন রয়েছে। বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশের নাগরিকদের কোনও ধরনের ডিজিটাল পরিচয় নেই। মাত্র ৫০টি দেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম আছে। আমরা কি তাহলে এই প্রতিশ্রুতি নিতে পারি যে আগামী ১০ বছরে আমরা বিশ্বের প্রতিটি মানুষের ক্ষেত্র ডিজিটাল রূপান্তর ঘটাব। আমরা কি এটা সুনিশ্চিত করতে পারি যে বিশ্বের কোনও মানুষই আর ডিজিটাল প্রযুক্তি থেকে বঞ্চিত হবে না।”

জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে কাজ করে ভারত এই লক্ষ্য পূরণ করবে বলে জানান মোদী। তিনি এদিন বলেন, “বিগত কয়েক বছরের ভারতের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে যে আমরা যদি ডিজিটাল পরিকাঠামোকে নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করি, তাহলে এটি আর্থ-সামাজিক পরিবর্তন আনতে পারে। শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনা সম্ভব ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে।”

এরপর ডিজিটাল ভারতের উদাহরণ তুলে ধরে মোদী বলেন, “বিশ্বের ৪০ শতাংশ রিয়েল টাইম লেনদেন ভারতে হয় ইউপিআই-এর মাধ্যমে। ভারত ডিজিটাল পরিচয় ব্যবহার করে ৪৬০ মিলিয়ন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এগিয়ে চলেছে দেশ। ওপেন সোর্স কোউইন প্ল্যাটফর্ম বৃহত্তম টিকা প্রচারের সাফল্য নিশ্চিত করেছে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

জি-২০: মোদীর গলায় ডিজিটাল ইন্ডিয়ার জয়ধ্বনী

প্রকাশ: ০৯:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

জি২০-র সভাপতি হিসেবে ডিজিটাল বাধা দূর করার ওপর জোর দেবে ভারত। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “উন্নয়নশীল দেশগুলো যাতে প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা পায়, তা সুনিশ্চিত করবে ভারত।”

ডিজিটাল রূপান্তর নিয়ে সেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, “জি২০-র সভাপতি হিসেবে ভারত ‘উন্নয়নের জন্য ডেটা’ নীতি অনুসরণ করবে। এটা হবে আমাদের সামগ্রিক থিম – ‘এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যত’-এর একটি অবিচ্ছেদ্য অংশ হবে।”

হিন্দিতে নিজের ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, “ভারতে আমরা সবার কাছে প্রযুক্তি পৌঁছে দিচ্ছি। কিন্তু আন্তর্জাতিক স্তরে, এখনও বিশাল ডিজিটাল বিভাজন রয়েছে। বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশের নাগরিকদের কোনও ধরনের ডিজিটাল পরিচয় নেই। মাত্র ৫০টি দেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম আছে। আমরা কি তাহলে এই প্রতিশ্রুতি নিতে পারি যে আগামী ১০ বছরে আমরা বিশ্বের প্রতিটি মানুষের ক্ষেত্র ডিজিটাল রূপান্তর ঘটাব। আমরা কি এটা সুনিশ্চিত করতে পারি যে বিশ্বের কোনও মানুষই আর ডিজিটাল প্রযুক্তি থেকে বঞ্চিত হবে না।”

জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে কাজ করে ভারত এই লক্ষ্য পূরণ করবে বলে জানান মোদী। তিনি এদিন বলেন, “বিগত কয়েক বছরের ভারতের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে যে আমরা যদি ডিজিটাল পরিকাঠামোকে নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করি, তাহলে এটি আর্থ-সামাজিক পরিবর্তন আনতে পারে। শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনা সম্ভব ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে।”

এরপর ডিজিটাল ভারতের উদাহরণ তুলে ধরে মোদী বলেন, “বিশ্বের ৪০ শতাংশ রিয়েল টাইম লেনদেন ভারতে হয় ইউপিআই-এর মাধ্যমে। ভারত ডিজিটাল পরিচয় ব্যবহার করে ৪৬০ মিলিয়ন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এগিয়ে চলেছে দেশ। ওপেন সোর্স কোউইন প্ল্যাটফর্ম বৃহত্তম টিকা প্রচারের সাফল্য নিশ্চিত করেছে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক