০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‘নো মানি ফর টেরর’ সম্মেলনে ভাষণ দিবেন মোদী

শুক্রবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে ‘নো মানি ফর টেরর’ সম্মেলন৷ মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিশ্বের ৭৮ টি দেশ ও বহুপাক্ষিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে৷

ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই নিয়ে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হতে চলেছে৷ দু’দিনের আন্তর্জাতিক সম্মেলনে ৭৮ টি দেশ ও বহুপাক্ষিক সংগঠন উপস্থিত থাকবে ৷ যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের মধ্যে ২০ জন আবার মন্ত্রী৷ এছাড়া, গোটা বিষয়টি খোলাসা করে সাংবাদিক বৈঠক করেছেন এনআইএ-র ডিরেক্টর জেনারেল দিনকর গুপ্তা৷

তবে, সেই সম্মেলনে চীন এর অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয়েছে যে চীন এখনও তাদের উপস্থিতি নিয়ে কিছুই জানায়নি৷ অন্যদিকে আফগানিস্তান ও পাকিস্তান আসবে না বলে জানিয়ে দিয়েছে৷

উল্লেখ্য, এই সম্মেলন প্রথমবার আয়োজিত হয় ২০১৮ সালে৷ সেবার ফ্রান্সে বসেছিল এই সম্মেলন৷ পরের বছর, ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় বসে দ্বিতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন৷ ২০২০ সালে তৃতীয় পর্ব হওয়ার কথা ছিল ভারতে৷ কিন্তু করোনা অতিমারীর কারণে তা ওই বছর এবং পরের বছর আয়োজন করা যায়নি৷ তাই এই বছর নয়াদিল্লিতেই বসছে তৃতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন৷

এনআইএ-র ডিজি এদিন জানিয়েছেন, “৭৩ তম দেশ হিসেবে ভারত এই সম্মেলনে অংশগ্রহণ করছে৷ আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন৷ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁরা সন্ত্রাসবাদ দমনে ভারত কতটা বদ্ধপরিকর, সেই বিষয়টি তুলে ধরবেন৷” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

‘নো মানি ফর টেরর’ সম্মেলনে ভাষণ দিবেন মোদী

প্রকাশ: ০৬:৪০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

শুক্রবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে ‘নো মানি ফর টেরর’ সম্মেলন৷ মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিশ্বের ৭৮ টি দেশ ও বহুপাক্ষিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে৷

ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই নিয়ে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হতে চলেছে৷ দু’দিনের আন্তর্জাতিক সম্মেলনে ৭৮ টি দেশ ও বহুপাক্ষিক সংগঠন উপস্থিত থাকবে ৷ যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের মধ্যে ২০ জন আবার মন্ত্রী৷ এছাড়া, গোটা বিষয়টি খোলাসা করে সাংবাদিক বৈঠক করেছেন এনআইএ-র ডিরেক্টর জেনারেল দিনকর গুপ্তা৷

তবে, সেই সম্মেলনে চীন এর অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয়েছে যে চীন এখনও তাদের উপস্থিতি নিয়ে কিছুই জানায়নি৷ অন্যদিকে আফগানিস্তান ও পাকিস্তান আসবে না বলে জানিয়ে দিয়েছে৷

উল্লেখ্য, এই সম্মেলন প্রথমবার আয়োজিত হয় ২০১৮ সালে৷ সেবার ফ্রান্সে বসেছিল এই সম্মেলন৷ পরের বছর, ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় বসে দ্বিতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন৷ ২০২০ সালে তৃতীয় পর্ব হওয়ার কথা ছিল ভারতে৷ কিন্তু করোনা অতিমারীর কারণে তা ওই বছর এবং পরের বছর আয়োজন করা যায়নি৷ তাই এই বছর নয়াদিল্লিতেই বসছে তৃতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন৷

এনআইএ-র ডিজি এদিন জানিয়েছেন, “৭৩ তম দেশ হিসেবে ভারত এই সম্মেলনে অংশগ্রহণ করছে৷ আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন৷ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁরা সন্ত্রাসবাদ দমনে ভারত কতটা বদ্ধপরিকর, সেই বিষয়টি তুলে ধরবেন৷” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক