দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের সার্বিক অবস্থার বিশদ পর্যালোচনা করেছে ভারত ও সিরিয়া। শুক্রবার, নয়াদিল্লীতে পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ।
পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বর্তমানে পাঁচদিনের সফরে (১৭-২১ নভেম্বর) বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে অবস্থান করছেন সিরিয়ার প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। এসময়, জয়শঙ্করের সাথে সাক্ষাতকালে মানবিক সহায়তা, উন্নয়ন, সিরিয়ার যুবকদের সক্ষমতা বৃদ্ধি এবং সার, ওষুধ ও তথ্যপ্রযুক্তির মতো খাতে সহযোগিতা সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করেন তিনি।
জানা গিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই ফয়সালের প্রথম ভারত সফর। জয়শঙ্কর ছাড়াও ভারতের উপ-রাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এ ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করেন তিনি।
একই সাথে, মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইজেস (এমপি আইডিএসএ) এ এক সমাবেশে ভাষণ দেন তিনি এবং শনিবার ন্যাসকমের গুরুগ্রাম ভিত্তিক সেন্টার অফ এক্সিলেন্স (ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি) পরিদর্শন করেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক