শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
আগামীকাল ৭১ হাজার নিয়োগপত্র দেবেন মোদী

আগামীকাল ৭১ হাজার নিয়োগপত্র দেবেন মোদী

নিয়োগপত্র

দেড় বছরে ১০ লাখ মানুষকে চাকরি দেবে কেন্দ্রীয় সরকার। কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার ৭১ হাজার জনকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে যোগদানের জন্য নিয়োগপত্র দেওয়া হবে।

বলাই বাহুল্য, ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কয়েকজনের হাতে প্রতীকী নিয়োগপত্র তুলে দেবেন। বাকিদের কাছে আগামীকালই মেলে পৌঁছে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সফট কপি।

এর আগে ধনতেরাসের দিন প্রধানমন্ত্রী ৭৫ হাজার জনের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছিলেন। আগামীকাল যে ৭১ হাজার জন নিয়োগপত্র পেতে চলেছে তাদের মধ্যে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার আছেন। আছেন আধাসেনায় নিয়োগপ্রাপ্তরা।

গুজরাতে আগামী ১ ও ৫ ডিসেম্বর ভোট। হিমাচলপ্রদেশে ভোট গ্রহণ হতে গিয়েছে। কিন্তু ফল প্রকাশিত না হওয়ায় সেখানে নির্বাচনী আচরণবিধি বলবৎ আছে। ফলে ওই দুই রাজ্যের প্রার্থীদের হাতে কাল নিয়োগপত্র দেওয়া হবে না।

তবে ওয়াকিবহাল মহলের মতে এর থেকে রাজনৈতিক লাভ যা পাওয়ার প্রধানমন্ত্রীর দলই তা পাবে। বিরোধীদের কেউ কেউ সেই কারণেই আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak