০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুদিনের ভারত সফরে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার, নয়াদিল্লী এসে পৌঁছান তিনি। মূলত, উচ্চ স্তরের নিয়মিত সফর বিনিময়ের অংশ হিসেবে ভারতে এসেছেন তিনি। এসময়, দ্বিপাক্ষিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াদি নিয়ে ভারতের শীর্ষ নেতৃত্বের সাথে মতবিনিময় করতে দেখা যাবে তাঁকে।

ভারতের পররাষ্ট্র দপ্তরের তথ্যানুসারে, ভারতে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এর আগে গত ৩১ আগস্ট হতে ০২ সেপ্টেম্বর অবধি সময়কালে উভয় মন্ত্রী একত্রে নিজেদের তৃতীয় কৌশলগত সংলাপ এবং ১৪ তম যৌথ কমিশন বৈঠকে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও আমিরাতের। উপসাগরীয় রাষ্ট্রটির প্রায় ৩৮ শতাংশই ভারতীয় বংশোদ্ভূত। ২০২১ সালে দু দেশের বাণিজ্য দাঁড়ায় প্রায় সাড়ে ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগামী ০৫ বছরে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে আগ্রহী শীর্ষ নেতৃত্বগণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

দুদিনের ভারত সফরে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০৬:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার, নয়াদিল্লী এসে পৌঁছান তিনি। মূলত, উচ্চ স্তরের নিয়মিত সফর বিনিময়ের অংশ হিসেবে ভারতে এসেছেন তিনি। এসময়, দ্বিপাক্ষিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াদি নিয়ে ভারতের শীর্ষ নেতৃত্বের সাথে মতবিনিময় করতে দেখা যাবে তাঁকে।

ভারতের পররাষ্ট্র দপ্তরের তথ্যানুসারে, ভারতে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এর আগে গত ৩১ আগস্ট হতে ০২ সেপ্টেম্বর অবধি সময়কালে উভয় মন্ত্রী একত্রে নিজেদের তৃতীয় কৌশলগত সংলাপ এবং ১৪ তম যৌথ কমিশন বৈঠকে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে ভারত ও আমিরাতের। উপসাগরীয় রাষ্ট্রটির প্রায় ৩৮ শতাংশই ভারতীয় বংশোদ্ভূত। ২০২১ সালে দু দেশের বাণিজ্য দাঁড়ায় প্রায় সাড়ে ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগামী ০৫ বছরে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে আগ্রহী শীর্ষ নেতৃত্বগণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক