দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার বিশদ পর্যালোচনা পূর্বক অংশীদারিত্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত এবং কলম্বিয়া। শুক্রবার, উভয় দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যকার পরামর্শ সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, কলম্বিয়ার নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম এ ধরণের বৈঠক আয়োজিত হয়েছে।
দপ্তর সূত্রে আরও বলা হয়, পররাষ্ট্র কর্তাদের এই বৈঠকে পারস্পরিক স্বার্থের দেশীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নানাবিধ ইস্যুতে মতবিনিময় করা হয়েছে। বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের সচিব (পূর্ব) সৌরভ কুমার। অন্যদিকে, কলম্বিয়ান পক্ষের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ফ্রান্সিসকো জোস কয় গ্রানাডোস।
উল্লেখ্য, উভয় রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। কলম্বিয়ায় প্রচুর পরিমাণে ভারতীয় সম্প্রদায়ের মানুষের বসবাস। প্রতি বছর দ্বিপাক্ষিক বাণিজ্যও বাড়ছে উভয় রাষ্ট্রের মধ্যে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক