দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত আরও মজবুত করতে ভারত সফরে আসছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। আগামী ০৫ ও ০৬ ডিসেম্বর নয়াদিল্লীতে অবস্থান করবেন তিনি। বৃহস্পতিবার, এক প্রেসবার্তায় তথ্যটি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, দিল্লীতে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন বেয়ারবক। এসময়, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার বিশদ পর্যালোচনা করবেন তারা। একই সাথে, পারস্পরিক স্বার্থের বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়াদি নিয়েও মতবিনিময় করবেন উভয় নেতা।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী এ বিষয়ে বলেন, “কৌশলগত অংশীদার হিসাবে ভারত এবং জার্মানির একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, যা অভিন্ন মূল্যবোধ এবং বিনিময়ের সম্পর্কের উপর প্রতিষ্ঠিত।”
উল্লেখ্য, বিগত ২০২১ সালে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ করেছে উভয় রাষ্ট্র। তাছাড়া, চলতি বছরে ইতোমধ্যে তিনবারের বেশি জার্মানী সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময়, জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের আমন্ত্রণে জি-৭ বৈঠক এবং ৬ষ্ঠ ভারত-জার্মানী আন্তঃ-সরকারি পরামর্শ সভার শীর্ষ বৈঠকেও অংশ নেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক