আগামী ১ বছরের জন্য প্রচলিত অস্ত্রের নির্মাণ ও লেনদেনের তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ওয়াসেনার অ্যারেঞ্জমেন্টের সভাপতিত্ব করবে ভারত। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে ভারতের দায়িত্ব পালনের পর্ব।
প্রসঙ্গত, সংস্থাটির বর্তমান সদস্য ৪২টি রাষ্ট্র, ভারত যার সর্বশেষ সংযোজন। প্রায় ৫ বছর পূর্বে ২০১৭ সালের ডিসেম্বরে মোদী জমানার প্রথম মেয়াদে সংস্থাটির সদস্যপদ পায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।
আয়ারল্যান্ড সংস্থাটির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। ৩০ নভেম্বর ভিয়েনায় সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে ভারতেরকাছে সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শুরু করে ইউরোপীয় দেশটি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক