এই প্রথমবার রাজধানীর বাইরে অনুষ্ঠিত হল নৌ দিবস। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে ‘অপারেশন ত্রিশূলের’ সাফল্যের স্মৃতিতে প্রতিবছর ৪ ডিসেম্বর নৌ দিবস পালন করা হয়। দেশের তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানের প্রধান অতিথি।
তিনি ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে নৌবাহিনীর বীরত্ব, কৃতিত্ব, বলিদানের কথা স্মরণ করেছেন। বিশাখাপত্তনমের রামকৃষ্ণ সৈকতে আয়োজিত এই অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান, মন্ত্রীরা নৌসেনার জল, বায়ু ও উপকূলীয় মহড়ার সাক্ষী থাকেন।
১৫টির বেশি যুদ্ধজাহাজ এবং ২৫টিরও বেশি নৌবাহিনীর বিমান তাদের কসরত প্রদর্শন করে। বিশিষ্ট অতিথিরা ছাড়াও হাজারের বেশি মানুষ আকাশপথে মিগ ২৯কে কসরত করতে দেখেন। এই দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নৌবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটে তিনি লিখেছেন, ভারতের শক্তিশালী নৌবাহিনীকে নিয়ে আমরা গর্বিত। বাহিনী আমাদের দেশকে রক্ষা করতে সদা তৎপর। যখনই কোনও দুঃসময় এসে উপস্থিত হয়, তখনই নৌবাহিনী মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের উদ্ধার ও রক্ষা করে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, সকল নৌকর্মীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা। আমাদের জলপথ ছাড়াও সর্বোতভাবে দেশের নিরাপত্তা রক্ষা সদা সচেষ্ট বাহিনী। নৌবাহিনীর তিন কমান্ড দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত কসরত দেখাবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক