শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
জি-২০-তে ভারতের সভাপতিত্বে তাঁর সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ-কে ধন্যবাদ জানান। ফরাসী রাষ্ট্রপতির এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, “ধন্যবাদ বন্ধু @EmmanuelMacron! সারা বিশ্বে মানবতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য যেহেতু আমরা কাজ করি, ভারতের জি-২০ সভাপতিত্বকালে আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে আলোচনার দিকে আমি তাকিয়ে রয়েছি।”
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-র ধন্যবাদজ্ঞাপক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী শ্রী মোদী ট্যুইট করে বলেন, “আপনার সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নতিকল্পে জাপানের প্রভূত অবদান রয়েছে এবং আমি স্থির নিশ্চিত যে বিভিন্ন ক্ষেত্রে জাপানের সাফল্য থেকে বিশ্ব নিরন্তর শিক্ষা নেবে। @kishida230”
ভারতের জি-২০ সভাপতিত্ব নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর শুভেচ্ছার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর সদয় বার্তার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান এবং ট্যুইট করে বলেন, “মিঃ@sanchezcastejon, আপনার সদয় বার্তার জন্য কৃতজ্ঞতা জানাই। আগামী প্রজন্মকে উন্নত বিশ্ব উপহার দিতে বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলির নিরসনে যৌথভাবে কাজ করার আপনার মতামতকে পূর্ণ সমর্থন করি।”
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল-এর ধন্যবাদজ্ঞাপক বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান এবং ট্যুইট করে বলেন, “ধন্যবাদ মিঃ @CharlesMichel। বিশ্বের অধিক উন্নতির স্বার্থে আমরা যেহেতু যৌথভাবে কাজ করি, তাই আপনার সক্রিয় অংশগ্রহণের দিকে তাকিয়ে রয়েছি।”
ভারতের জি-২০-র সভাপতিত্বে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
মার্কিন রাষ্ট্রপতির ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, “ধন্যবাদ@POTUS। আপনার মূল্যবান সমর্থন জি-২০-তে ভারতের সভাপতিত্বের শক্তির অঙ্গ হয়ে উঠবে। উন্নত পৃথিবী গড়ে তুলতে আমাদের একযোগে কাজ করা গুরুত্বপূর্ণ।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক