০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জি-২০: ভারতের সভাপতিত্বে প্রথম শেরপা বৈঠক

জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব ভারতের হাতে আসার পর সোমবার শুরু হল প্রথম শেরপা বৈঠক৷ চারদিনের এই বৈঠক শুরু হয়েছে রাজস্থানের উদয়পুরের সিটি প্যালেসের দরবার হলে ৷ এই বৈঠকের জন্য সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ সকাল সাড়ে 8টা নাগাদ ওই বৈঠক শুরু হয় ৷

আগামী বছর সেপ্টেম্বরে ভারতে বসতে চলেছে জি-২০ বৈঠক৷ সেই কারণে ওই গোষ্ঠীর সভাপতিত্ব এখন ভারতের হাতে৷ যার মেয়াদ শুরু হয়েছে চলতি মাসের প্রথম দিন থেকে ৷ এবারের জি-২০ শেরপা অমিতাভ কান্ত ৷ তিনি এদিনের বৈঠকে উদ্বোধনী ভাষণ দেন ৷ তার পর এই গোষ্ঠীভুক্ত দেশের কূটনীতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শুরু করেন৷

সূত্রের খবর, প্রযুক্তি, সবুজায়ন, নারীর ক্ষমতায়ন-সহ একাধিক বিষয় আলোচ্য সূচিতে রয়েছে ৷ এই বৈঠকই আগামী বৈঠকগুলোর অ্যাজেন্ডা নির্ধারণ করবে ৷ তাছাড়া ভারতও তাদের সভাপতিত্ব কালে কী কী বিষয়কে গুরুত্ব দিতে চায়, সেটাও তুলে ধরতে পারবে৷

এদিন অংশগ্রহণকারী কূটনীতিকদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে ৷ যা জগ মন্দির প্যালেসে অনুষ্ঠিত হবে৷ সেখানে ‘কালার্স অফ রাজস্থান’ নামে একটি অনুষ্ঠানও অতিথিদের জন্য পরিবেশন করা হবে ৷ মঙ্গলবার এই বৈঠকের দ্বিতীয়দিন ৷ সেদিন উদয়পুর সিটি প্যালেসের মানক চকে বিভিন্ন ধরনের শিল্পকলার প্রদর্শনী থাকবে অংশগ্রহণকারী প্রতিনিধিদের জন্য৷

বিশ্বের ২০ টি উন্নত ও উন্নয়নশীল দেশের গোষ্ঠী হল এই জি-২০৷ গতবার এর সভাপতিত্বে ছিল ইন্দোনেশিয়া ৷ সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সমাবেশ হয় ৷ সেখানেই ঠিক হয় ভারতকে পরবর্তী সভাপতিত্ব দেওয়ার বিষয় ৷ আগামী বছর মূল সমাবেশের আগে ভারতের সভাপতিত্বে অন্তত ২০০ টি বৈঠক হবে ৷ দেশের মোট 50টি শহরে এই বৈঠকগুলো ৷ তার প্রথমটি চলছে উদয়পুরে ৷ ভারতের তরফে এবারের জি-২০ সমাবেশের থিম ‘বসুধৈব কুটুম্বকম – এক পৃথিবী, এক পরিবার এক ভবিষ্যৎ’ হবে বলে জানানো হয়েছে৷ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

জি-২০: ভারতের সভাপতিত্বে প্রথম শেরপা বৈঠক

প্রকাশ: ০১:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব ভারতের হাতে আসার পর সোমবার শুরু হল প্রথম শেরপা বৈঠক৷ চারদিনের এই বৈঠক শুরু হয়েছে রাজস্থানের উদয়পুরের সিটি প্যালেসের দরবার হলে ৷ এই বৈঠকের জন্য সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ সকাল সাড়ে 8টা নাগাদ ওই বৈঠক শুরু হয় ৷

আগামী বছর সেপ্টেম্বরে ভারতে বসতে চলেছে জি-২০ বৈঠক৷ সেই কারণে ওই গোষ্ঠীর সভাপতিত্ব এখন ভারতের হাতে৷ যার মেয়াদ শুরু হয়েছে চলতি মাসের প্রথম দিন থেকে ৷ এবারের জি-২০ শেরপা অমিতাভ কান্ত ৷ তিনি এদিনের বৈঠকে উদ্বোধনী ভাষণ দেন ৷ তার পর এই গোষ্ঠীভুক্ত দেশের কূটনীতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শুরু করেন৷

সূত্রের খবর, প্রযুক্তি, সবুজায়ন, নারীর ক্ষমতায়ন-সহ একাধিক বিষয় আলোচ্য সূচিতে রয়েছে ৷ এই বৈঠকই আগামী বৈঠকগুলোর অ্যাজেন্ডা নির্ধারণ করবে ৷ তাছাড়া ভারতও তাদের সভাপতিত্ব কালে কী কী বিষয়কে গুরুত্ব দিতে চায়, সেটাও তুলে ধরতে পারবে৷

এদিন অংশগ্রহণকারী কূটনীতিকদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে ৷ যা জগ মন্দির প্যালেসে অনুষ্ঠিত হবে৷ সেখানে ‘কালার্স অফ রাজস্থান’ নামে একটি অনুষ্ঠানও অতিথিদের জন্য পরিবেশন করা হবে ৷ মঙ্গলবার এই বৈঠকের দ্বিতীয়দিন ৷ সেদিন উদয়পুর সিটি প্যালেসের মানক চকে বিভিন্ন ধরনের শিল্পকলার প্রদর্শনী থাকবে অংশগ্রহণকারী প্রতিনিধিদের জন্য৷

বিশ্বের ২০ টি উন্নত ও উন্নয়নশীল দেশের গোষ্ঠী হল এই জি-২০৷ গতবার এর সভাপতিত্বে ছিল ইন্দোনেশিয়া ৷ সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সমাবেশ হয় ৷ সেখানেই ঠিক হয় ভারতকে পরবর্তী সভাপতিত্ব দেওয়ার বিষয় ৷ আগামী বছর মূল সমাবেশের আগে ভারতের সভাপতিত্বে অন্তত ২০০ টি বৈঠক হবে ৷ দেশের মোট 50টি শহরে এই বৈঠকগুলো ৷ তার প্রথমটি চলছে উদয়পুরে ৷ ভারতের তরফে এবারের জি-২০ সমাবেশের থিম ‘বসুধৈব কুটুম্বকম – এক পৃথিবী, এক পরিবার এক ভবিষ্যৎ’ হবে বলে জানানো হয়েছে৷ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক