প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত হয় জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিডিয়া রিপোর্টে দাবি করা হল, বৈঠকে বলার সুযোগ পাননি মুখ্যমন্ত্রী।
দাবি করা হয়, বৈঠকের সূচি অনুযায়ী মমতার বক্তব্য পেশের কথা থাকলেও সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী আর বক্তব্য রাখার সুযোগ পাননি। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাই নাকি বক্তব্য পেশের সুযোগ পাননি। জানা গিয়েছে, শুক্রবার বক্তব্য রাখেন অসম, কেরল, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপালরা।
জানা গিয়েছে, এর আগের প্রস্তুতি বৈঠকে বক্তব্য পেশের সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে গত বৈঠকে যারা যারা বক্তব্য পেশের সুযোগ পাননি, শুক্রবার তাঁদের বলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। এদিকে জি-২০ সম্মেলন সফল করার জন্য সহযোগিতা প্রার্থনা করেন প্রধানমন্ত্রী মোদী।
শুক্রবারের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে তাঁর আবেদন, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য এবং সংশ্লিষ্ট রাজ্যের সবথেকে ভালো জিনিস যাতে বিদেশি অতিথিদের সামনে তুলে ধরা হয় জি-২০ সম্মেলনের বৈঠকের সময়।
প্রসঙ্গত, আগামী ১ বছরের জন্য জি-২০ গোষ্ঠীর সভাপতি ভারত। এই আবহে আগামী এক বছর ধরে দেশের সব রাজ্যের বিভিন্ন জায়গায় ২০০টি বৈঠক হবে। এর জন্যই সব রাজ্যের সঙ্গে প্রস্তুতি বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
জানা গিয়েছে, আগামী বছর ৯ থেকে ১১ জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনকলিউশন সংক্রান্ত বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠক হবে কলকাতায়। এছাড়াও আগামী বছরের ৮ ও ৯ ফেব্রুয়ারি বিজ্ঞান গবেষণা সংক্রান্ত আরও একটি বৈঠক হবে কলকাতায়। পাশাপাশি শিলিগুড়িতে এপ্রিল মাসের ৩ থেকে ৫ তারিখে পর্যটন সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক হবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক