০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বইতে জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক

মঙ্গলবার মুম্বইতে হবে জি-২০-র প্রথম ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক। তার একদিন আগে অর্থাৎ সোমবার থেকেই যান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করল মুম্বই পুলিশ। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে খবর, সান্তা ক্রুজের হোটেল গ্র্যান্ড হায়াতে হবে জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক। ভাকোলা ট্রাফিক বিভাগের অধীনস্থ ওই এলাকাতে বছরের বিভিন্ন সময় তীব্র যানজটে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

বৈঠকের সময় যাতে অতিথিদের হোটেলে পৌঁছতে কোনও সমস্যা না হয়, সেকথা ভেবেই আগে ভাগে যান নিয়ন্ত্রণের রাস্তায় হাঁটল মুম্বই পুলিশ। ১৬ ডিসেম্বর পর্যন্ত এই যান নিয়ন্ত্রণ ব্যবস্থা বলবৎ থাকবে বাণিজ্য নগরী মুম্বইতে। মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৬ তারিখই শেষ হবে জি-২০র এই বৈঠক।

মুম্বই পুলিশের দেওয়ার নির্দেশিকা অনুযায়ী.: ১. সোমবার থেকে কোনও গাড়ি হায়াত হোটেলের দিকে পুরনো সিএসটি রোড বা নেহরু রোডের দিকে যেতে পারবে না। শুধু তাই নয়, এই রাস্তাতে পার্কিংও নিষিদ্ধ করেছে প্রশাসন। তবে জরুরি পরিষেবার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে।

২. পটুক কলেজ রোড থেকে ছত্রপতি শিবাজি নগর রোড যান চলাচলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়েও হোটেলের দিকে যাওয়া যায়। ৩. হনুমান মন্দির, নেহেরু রোড থেকে আসা গাড়িগুলিকে হংসবুগরা রোড ও আম্বেদকর মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

৪. পুরনো সিএসটি রোড থেকে আসা গাড়িগুলোকে হংসবুগরা মোড় থেকে ডানদিকে সান্তা ক্রুজ স্টেশন, নেহরু রোড বা ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই গাড়িগুলো ভাকোলা মোড়ের দিকে দিয়ে যেতে পারবে বলেও জানিয়ে দিয়েছে মুম্বই প্রশাসন। তবে সব ক্ষেত্রেই জরুরি পরিষেবার গাড়িগুলোকে ছাড় দেওয়া হয়েছে।

জি-২০ -র এই বৈঠকে উন্নয়নশীল দেশগুলির আরও উন্নতির বিষয়ে আলোচনা করা হবে। ২০১০-এ শেরপা ট্র্যাকের অংশ হিসেবে জি-২০ এই কমিটি তৈরি করা হয়েছিল। গত কয়েক বছর ধরে উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে আলোচনা করে আসছে এই কমিটি। মুম্বই ছাড়াও মঙ্গলবার থেকে জি-২০ -র আরও একটি কমিটির বৈঠক হবে বেঙ্গালুরুতে। সেখানে বৈঠক করবেন Finance and Central Bank Deputies বা FCBD-র সদস্যরা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থমন্ত্রকের আধিকারিকরা। ১৫ ডিসেম্বর শেষ হবে ওই বৈঠক।

চলতি বছরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে এর সভাপতিত্বের দায়িত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়। ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব পালন করে আসছে নয়াদিল্লি। আগামী বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ফের মিলিত হবে জি-২০ ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতারা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

মুম্বইতে জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক

প্রকাশ: ০৬:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

মঙ্গলবার মুম্বইতে হবে জি-২০-র প্রথম ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক। তার একদিন আগে অর্থাৎ সোমবার থেকেই যান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করল মুম্বই পুলিশ। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে খবর, সান্তা ক্রুজের হোটেল গ্র্যান্ড হায়াতে হবে জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক। ভাকোলা ট্রাফিক বিভাগের অধীনস্থ ওই এলাকাতে বছরের বিভিন্ন সময় তীব্র যানজটে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

বৈঠকের সময় যাতে অতিথিদের হোটেলে পৌঁছতে কোনও সমস্যা না হয়, সেকথা ভেবেই আগে ভাগে যান নিয়ন্ত্রণের রাস্তায় হাঁটল মুম্বই পুলিশ। ১৬ ডিসেম্বর পর্যন্ত এই যান নিয়ন্ত্রণ ব্যবস্থা বলবৎ থাকবে বাণিজ্য নগরী মুম্বইতে। মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৬ তারিখই শেষ হবে জি-২০র এই বৈঠক।

মুম্বই পুলিশের দেওয়ার নির্দেশিকা অনুযায়ী.: ১. সোমবার থেকে কোনও গাড়ি হায়াত হোটেলের দিকে পুরনো সিএসটি রোড বা নেহরু রোডের দিকে যেতে পারবে না। শুধু তাই নয়, এই রাস্তাতে পার্কিংও নিষিদ্ধ করেছে প্রশাসন। তবে জরুরি পরিষেবার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে।

২. পটুক কলেজ রোড থেকে ছত্রপতি শিবাজি নগর রোড যান চলাচলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়েও হোটেলের দিকে যাওয়া যায়। ৩. হনুমান মন্দির, নেহেরু রোড থেকে আসা গাড়িগুলিকে হংসবুগরা রোড ও আম্বেদকর মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

৪. পুরনো সিএসটি রোড থেকে আসা গাড়িগুলোকে হংসবুগরা মোড় থেকে ডানদিকে সান্তা ক্রুজ স্টেশন, নেহরু রোড বা ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই গাড়িগুলো ভাকোলা মোড়ের দিকে দিয়ে যেতে পারবে বলেও জানিয়ে দিয়েছে মুম্বই প্রশাসন। তবে সব ক্ষেত্রেই জরুরি পরিষেবার গাড়িগুলোকে ছাড় দেওয়া হয়েছে।

জি-২০ -র এই বৈঠকে উন্নয়নশীল দেশগুলির আরও উন্নতির বিষয়ে আলোচনা করা হবে। ২০১০-এ শেরপা ট্র্যাকের অংশ হিসেবে জি-২০ এই কমিটি তৈরি করা হয়েছিল। গত কয়েক বছর ধরে উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে আলোচনা করে আসছে এই কমিটি। মুম্বই ছাড়াও মঙ্গলবার থেকে জি-২০ -র আরও একটি কমিটির বৈঠক হবে বেঙ্গালুরুতে। সেখানে বৈঠক করবেন Finance and Central Bank Deputies বা FCBD-র সদস্যরা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থমন্ত্রকের আধিকারিকরা। ১৫ ডিসেম্বর শেষ হবে ওই বৈঠক।

চলতি বছরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে এর সভাপতিত্বের দায়িত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়। ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব পালন করে আসছে নয়াদিল্লি। আগামী বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ফের মিলিত হবে জি-২০ ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতারা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক