দ্বিপাক্ষিক বিনিয়োগ ও সম্পর্ক বাড়ানোর ঘোষণা নিয়েছে ভারত ও পোল্যান্ড। সোমবার, ওয়ারশতে দু দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত সপ্তম পরামর্শ সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র দপ্তর তথ্যটি নিশ্চিত করে জানিয়েছে, কৃষি, খাদ্য-প্রক্রিয়াকরণ, তথ্য প্রযুক্তি এবং সবুজ পরিবর্তন খাতেও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো হবে।
এসময়, বিগত অক্টোবরে দু পক্ষের মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ পরামর্শ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতিও পর্যালোচনা করে উভয় পক্ষের প্রতিনিধি দল।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থিরভাবে বৃদ্ধি পেয়েছে ভারত ও পোল্যান্ডের মধ্যে এবং ২০২১ সালে ৪.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে৷ ভারতীয় কোম্পানিগুলো পোল্যান্ডে প্রায় ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অন্যদিকে, ভারতে পোল্যান্ডের বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন ডলার৷
জানা গিয়েছে, আলোচনা চলাকালীন, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াদিতেও মতবিনিময় করেছে ভারত ও পোল্যান্ড, যার মধ্যে রয়েছে ইন্দো-প্যাসিফিকের উন্নয়ন, ভারতের প্রতিবেশী, ইউক্রেন সংঘাত, জাতিসংঘ সহ বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা এবং নিরাপত্তা পরিষদের সংস্কার।
বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং পোলিশ পক্ষের নেতৃত্বে ছিলেন পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা, আমেরিকা, এশিয়া এবং ইউরোপীয় নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট মার্সিন প্রজিডাকজ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক