০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওআইসি ‘বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছে: ভারত

মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ অভিযোগ করেছেন।

সম্প্রতি পাকিস্তান শাসিত কাশ্মীরে ওআইসি মহাসচিব হুসাইন ব্রাহিম ত্বহার সফর এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ অঞ্চল সম্পর্কিত কোনো হস্তক্ষেপের অধিকার ওআইসির নেই। ওআইসি মহাসচিবের আজাদ কাশ্মীর সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ওআইসি এবং এর মহাসচিবের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, ওআইসি ইতোমধ্যে এই ইস্যুতে ‘সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদ্ধতি’ গ্রহণ করে তার ‘বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছে। হুসাইন ব্রাহিম ত্বহা ১০-১২ ডিসেম্বর ইসলামাবাদ ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর সফর করেন।

তার সফরের প্রতিক্রিয়ায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ওআইসি মহাসচিবের পাকিস্তান শাসিত কাশ্মীর (পিওকে) সফর এবং পাকিস্তান সফরের সময় জম্মু ও কাশ্মীর নিয়ে তার মন্তব্যের তীব্র নিন্দা জানাই। আমি আবারও বলছি, জম্মু ও কাশ্মীর সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার ওআইসির নেই।

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও তিনি উল্লেখ করেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ওআইসি ‘বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছে: ভারত

প্রকাশ: ০৭:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ অভিযোগ করেছেন।

সম্প্রতি পাকিস্তান শাসিত কাশ্মীরে ওআইসি মহাসচিব হুসাইন ব্রাহিম ত্বহার সফর এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ অঞ্চল সম্পর্কিত কোনো হস্তক্ষেপের অধিকার ওআইসির নেই। ওআইসি মহাসচিবের আজাদ কাশ্মীর সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ওআইসি এবং এর মহাসচিবের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, ওআইসি ইতোমধ্যে এই ইস্যুতে ‘সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদ্ধতি’ গ্রহণ করে তার ‘বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছে। হুসাইন ব্রাহিম ত্বহা ১০-১২ ডিসেম্বর ইসলামাবাদ ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর সফর করেন।

তার সফরের প্রতিক্রিয়ায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ওআইসি মহাসচিবের পাকিস্তান শাসিত কাশ্মীর (পিওকে) সফর এবং পাকিস্তান সফরের সময় জম্মু ও কাশ্মীর নিয়ে তার মন্তব্যের তীব্র নিন্দা জানাই। আমি আবারও বলছি, জম্মু ও কাশ্মীর সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার ওআইসির নেই।

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও তিনি উল্লেখ করেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক