অভিবাসন ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে ভারত ও ফিনল্যান্ড। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় উভয় দেশের পেশাদার, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। মঙ্গলবার, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন এবং ফিনল্যান্ডের কর্মসংস্থান মন্ত্রী তুলা হাতানেন এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “বরাবরই গণতন্ত্র, স্বাধীনতা, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার আদর্শের ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাগ করে ভারত এবং ফিনল্যান্ড। কিছুদিন পূর্বেই ফিনিশ প্রধানমন্ত্রী সান্না মারিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক হয়েছিলো। সেখানেও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন উভয় নেতা। এরই ধারাবাহিকতায় নতুন ঘোষণাপত্র স্বাক্ষরিত হলো।”
ঘোষণাপত্রে স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতে ফিনিশ রাষ্ট্রদূত রিতভা কোক্কু-রোন্ডের। পাশাপাশি ফিনল্যান্ড ও ভারত সরকারের অন্যান্য শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে যৌথ ঘোষণাটি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, ফিনল্যান্ডের মন্ত্রী তুলা হাতাইনেন ছয় দিনের ভারত সফরে এসেছেন। ফিনিশ সরকারের অফিসিয়াল প্রেস রিলিজ অনুসারে, তিনি ১২ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর অবধি ভারতে থাকবেন এবং দিল্লি ও মুম্বাই সফর করবেন। এসময়, বোম্বে আইআইটি টেক ফেস্টেও অংশ নিতে পারেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক