জম্মু ও কাশ্মীরের জঙ্গিবাদ নিয়ে এবার বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি সাফ জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ প্রায় ১৬৮ শতাংশ কমে গিয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পরে এটা সম্ভব হয়েছে।
এর সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীর সংযোজন, অতি বামেদের কার্যকলাপ সেই ২০১৫ সাল থেকে প্রায় ২৬৫ শতাংশ কমে গিয়েছে। কীভাবে এটা সম্ভব হল? কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, মোদী সরকার জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে।
তিনি জানিয়েছেন, উরি হামলার জবাবে ২০১৬ সালে সরকার সার্জিকাল স্ট্রাইক করেছিল। পুলওয়ামা বোম্বিংয়ের জবাবে ২০১৯ সালে হয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইক। সেক্ষেত্রে প্রতিটি ক্রিয়ার সমান প্রতিক্রিয়া রয়েছে। এটা মনে রাখতে হবে।
তিনি জানিয়েছেন, সেই ২০১৪ সাল থেকে ৮০ শতাংশ হিংসার ঘটনা কমে গিয়েছে। হামলায় সাধারণ মানুষের মৃত্যুর হার কমে হয়েছে ৮৯ শতাংশ। ৬০০০ জঙ্গি আত্মসমর্পণ করেছে।
তিনি বলেন, জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ প্রায় ১৬৮ শতাংশ কমে গিয়েছে। যারা সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে তাদের মধ্যে ৯৪ শতাংশের সাজা হয়েছে।
২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত অতি বাম কার্যকলাপের ঘটনা প্রায় ২৬৫ শতাংশ কমে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্ব রিজিয়নে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। ত্রিপুরা ও মেঘালয় থেকে AFSPA প্রায় পুরোটাই প্রত্যাহার করা হয়েছে। অসম থেকে এই আইন প্রায় ৬০ শতাংশ তুলে নেওয়া হয়েছে।
উত্তরপূর্বে একাধিক শান্তিচুক্তি এই কয়েক বছরে সই করা হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক