১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘কেপ টু রিও’ -রেসে অংশ নিচ্ছে ভারত

চলতি বছর মর্যাদাপূর্ণ ট্রান্স-আটলান্টিক মহাসাগরীয় প্রতিযোগিতা ‘কেপ টু রিও’ রেস -এর ৫০ তম সংস্করণে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় নৌবাহিনীর পালতোলা জাহাজ আইএনএসভি তারিনি। জানা গিয়েছে, আগামী ০২ জানুয়ারী দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে শুরু হয়ে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শেষ হবে প্রতিযোগিতাটি।

সোমবার, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুজন মহিলা কর্মকর্তাসহ পাঁচজন নৌ কর্মকর্তা ইতোমধ্যে কেপটাউনের উদ্দেশ্যে রওনা করেছেন।

উল্লেখ্য, আইএনএসভি তারিনি ২০১৭ সালে ‘নাভিকা সাগর পরিক্রমা’ শিরোনামের ঐতিহাসিক অভিযানে সমস্ত মহিলা অফিসার ক্রু নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করার জন্য পরিচিত। এবারও, ভারতের গোয়া থেকে কেপটাউন হয়ে রিও ডে জেনিরিও যাবার সময় প্রায় ৩০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে জাহাজটি।

এবারের রেসে জাহাজটির নেতৃত্বে থাকবেন ক্যাপ্টেন অতুল সিনহা। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন, লেফটেন্যান্ট কমান্ডার আশুতোষ শর্মা, লেফটেন্যান্ট সিডিআর দিলনা কে, লেফটেন্যান্ট সিডিআর রূপা এবং এসএলটি আভিরাল কেশব।

আশঙ্কা করা হচ্ছে, আগামী চার-পাঁচ মাস ব্যপী এই দীর্ঘ যাত্রায় ভারতীয়, আটলান্টিক এবং দক্ষিণ মহাসাগরের চরম আবহাওয়া এবং রুক্ষ সমুদ্র পরিস্থিতির সম্মুখীন হতে পারেন জাহাজটির ক্রু সদস্যগণ।

প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য ন্যাভিগেশন, কমিউনিকেশন, টেকনিক্যাল এবং প্ল্যানিং সহ অত্যাবশ্যক সীম্যানশিপ দক্ষতায় জাহাজে ক্রুদের প্রশিক্ষণ দেওয়া। এই অভিযানটি বিশ্বের একক প্রদক্ষিণ নৌযান অভিযানের জন্য জাহাজে থাকা দুই মহিলা অফিসারের প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

‘কেপ টু রিও’ -রেসে অংশ নিচ্ছে ভারত

প্রকাশ: ০৪:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

চলতি বছর মর্যাদাপূর্ণ ট্রান্স-আটলান্টিক মহাসাগরীয় প্রতিযোগিতা ‘কেপ টু রিও’ রেস -এর ৫০ তম সংস্করণে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় নৌবাহিনীর পালতোলা জাহাজ আইএনএসভি তারিনি। জানা গিয়েছে, আগামী ০২ জানুয়ারী দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে শুরু হয়ে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শেষ হবে প্রতিযোগিতাটি।

সোমবার, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুজন মহিলা কর্মকর্তাসহ পাঁচজন নৌ কর্মকর্তা ইতোমধ্যে কেপটাউনের উদ্দেশ্যে রওনা করেছেন।

উল্লেখ্য, আইএনএসভি তারিনি ২০১৭ সালে ‘নাভিকা সাগর পরিক্রমা’ শিরোনামের ঐতিহাসিক অভিযানে সমস্ত মহিলা অফিসার ক্রু নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করার জন্য পরিচিত। এবারও, ভারতের গোয়া থেকে কেপটাউন হয়ে রিও ডে জেনিরিও যাবার সময় প্রায় ৩০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে জাহাজটি।

এবারের রেসে জাহাজটির নেতৃত্বে থাকবেন ক্যাপ্টেন অতুল সিনহা। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন, লেফটেন্যান্ট কমান্ডার আশুতোষ শর্মা, লেফটেন্যান্ট সিডিআর দিলনা কে, লেফটেন্যান্ট সিডিআর রূপা এবং এসএলটি আভিরাল কেশব।

আশঙ্কা করা হচ্ছে, আগামী চার-পাঁচ মাস ব্যপী এই দীর্ঘ যাত্রায় ভারতীয়, আটলান্টিক এবং দক্ষিণ মহাসাগরের চরম আবহাওয়া এবং রুক্ষ সমুদ্র পরিস্থিতির সম্মুখীন হতে পারেন জাহাজটির ক্রু সদস্যগণ।

প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য ন্যাভিগেশন, কমিউনিকেশন, টেকনিক্যাল এবং প্ল্যানিং সহ অত্যাবশ্যক সীম্যানশিপ দক্ষতায় জাহাজে ক্রুদের প্রশিক্ষণ দেওয়া। এই অভিযানটি বিশ্বের একক প্রদক্ষিণ নৌযান অভিযানের জন্য জাহাজে থাকা দুই মহিলা অফিসারের প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক