০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কোভিড নিয়ে জরুরী বৈঠক মোদীর

ফের একবার কোভিড ঘিরে ত্রাস ছড়াচ্ছে বিশ্ব জুড়ে। সদ্য চীনে লকডাউনের বিধি শিথিল হতেই সেদেশে হু হু করে বেড়েছে কোভিড। মূলত, ওমিক্রনের বিএফ সেভেন সাবভ্যারিয়েন্টের জেরেই কোভিড হু হু করে বাড়তে শুরু করে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সতর্কতামূলক একাধিক বন্দোবস্ত নিয়েছে। এদিকে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড পরিস্থিতি ঘিরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন।

এদিনের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, হাজির ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দেশ কোভিড পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত তার আঁচ করতে এদিনের বৈঠক ডাকা হয়। বৈঠকে কেন্দ্রীয় সরকারের একাধিক আধিকারিক ছিলেন উপস্থিত।

ইতিমধ্যেই দেশজুড়ে সচেতনতার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে বলেছেন তিনি। এ পর্যন্ত ভারতে তিনটি কেস পাওয়া গিয়েছে যেখানে করোনা রোগীর দেহে ওমিক্রনের বিএফ সেভেন ভ্যারিয়েন্ট মিলেছে। সেই দিকে নজর রেখে বিভিন্ন রাজ্য জিনোম সিকোয়েন্সিংয়ের দিকে ঝুঁকেছে। এদিকে, বিদেশ থেকে ভারতে আগত যাত্রীদের করোনা টেস্টিং হচ্ছে। তারই মাঝে, চলছে জিনোম সিকোয়েন্সিংয়ের কাজও।

উল্লেখ্য, বর্তমানে, চিন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়েছে করোনা। অন্যদিকে, কাতার বিশ্বকাপের পর থেকে ক্রমাগত ছড়াচ্ছে ক্যামেল ফ্লু। বারবার চিকিৎসকরা ভ্যাকসিনের বুস্টার ডোজের বিষয়ে সচেতন করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের। তিনি বলছেন, সমস্ত সংশ্লিষ্ট দফতরকে এই ইস্যুতে সচেতন করা হয়েছে। তারই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চপর্যায়ের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

কোভিড নিয়ে জরুরী বৈঠক মোদীর

প্রকাশ: ০৩:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

ফের একবার কোভিড ঘিরে ত্রাস ছড়াচ্ছে বিশ্ব জুড়ে। সদ্য চীনে লকডাউনের বিধি শিথিল হতেই সেদেশে হু হু করে বেড়েছে কোভিড। মূলত, ওমিক্রনের বিএফ সেভেন সাবভ্যারিয়েন্টের জেরেই কোভিড হু হু করে বাড়তে শুরু করে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সতর্কতামূলক একাধিক বন্দোবস্ত নিয়েছে। এদিকে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড পরিস্থিতি ঘিরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন।

এদিনের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, হাজির ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দেশ কোভিড পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত তার আঁচ করতে এদিনের বৈঠক ডাকা হয়। বৈঠকে কেন্দ্রীয় সরকারের একাধিক আধিকারিক ছিলেন উপস্থিত।

ইতিমধ্যেই দেশজুড়ে সচেতনতার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে বলেছেন তিনি। এ পর্যন্ত ভারতে তিনটি কেস পাওয়া গিয়েছে যেখানে করোনা রোগীর দেহে ওমিক্রনের বিএফ সেভেন ভ্যারিয়েন্ট মিলেছে। সেই দিকে নজর রেখে বিভিন্ন রাজ্য জিনোম সিকোয়েন্সিংয়ের দিকে ঝুঁকেছে। এদিকে, বিদেশ থেকে ভারতে আগত যাত্রীদের করোনা টেস্টিং হচ্ছে। তারই মাঝে, চলছে জিনোম সিকোয়েন্সিংয়ের কাজও।

উল্লেখ্য, বর্তমানে, চিন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়েছে করোনা। অন্যদিকে, কাতার বিশ্বকাপের পর থেকে ক্রমাগত ছড়াচ্ছে ক্যামেল ফ্লু। বারবার চিকিৎসকরা ভ্যাকসিনের বুস্টার ডোজের বিষয়ে সচেতন করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের। তিনি বলছেন, সমস্ত সংশ্লিষ্ট দফতরকে এই ইস্যুতে সচেতন করা হয়েছে। তারই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চপর্যায়ের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক