ভূটানের ১২তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় ৪৫০০ কোটি রুপী সাহায্যের প্রস্তাব দিয়েছে ভারত। শুক্রবার, ভারতের লোকসভায় এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।
এক সাংসদের উত্তরে তিনি জানান, ভূটানের অবকাঠামো উন্নয়নের জন্য ২৮০০ কোটি রুপী এবং উচ্চ প্রভাব সম্প্রদায়ের উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ৮৫০ কোটি রুপী সাহায্যের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লী।
এছাড়া, ভূটানের কৃষি, সেচ, আইসিটি, মিডিয়া, স্বাস্থ্য, শিক্ষা, বৃত্তি, সক্ষমতা উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, রাস্তা, শক্তি, নগর উন্নয়ন এবং মিডিয়া খাতের উন্নয়নে বাকি অর্থ সহায়তার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন মোদী মন্ত্রীসভার প্রভাবশালী এই মন্ত্রী।
উল্লেখ্য, ১২তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় (নভেম্বর, ২০১৮ – অক্টোবর, ২০২৩) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ভূটান। এর আওতায় ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার প্রয়াসে উভয় দেশে বিনিময় যোগ্য রুপে কার্ড সিস্টেম চালু করেছে দেশটির সরকার।
প্রসঙ্গত, ভারত ভূটানকে বাণিজ্য, শিক্ষা, জলবিদ্যুৎ এবং আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিস্তৃত ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করে আসছে। ভুটানের জন্য ভারত একটি প্রধান রপ্তানি বাজার। জামাকাপড় হোক বা খেলনা, ভুটানের সব ধরনের পণ্যই বিক্রি হচ্ছে ভারতের বাজারে। ভুটানে ১০ হাজার মেগাওয়াট একটি জলবিদ্যুৎ প্রকল্পের উন্নয়নে দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক