বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ৮৬ টি কারাগারে প্রায় ৯০০০ ভারতীয় বন্দী হিসেবে দিনাতিপাত করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। শুক্রবার, ভারতীয় লোকসভার এক সাংসদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন মন্ত্রী।
তিনি বলেন, “১৫ ডিসেম্বর অবধি প্রাপ্ত তথ্যসমূহ থেকে জানা যায়, প্রায় ৮৯৫০ জন ভারতীয় বিভিন্ন বিদেশী কারাগারে বন্দী জীবনযাপন করছেন। এর মাঝে প্রায় ১৮৫৮ জন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে, ১৩৮৪ জন সৌদী আরবের বিভিন্ন কারাগারে এবং নেপালের কারাগারে রয়েছেন প্রায় ১২২২ জন ভারতীয়।”
এসময়, বিদেশে আটক এই ভারতীয়দের সুরক্ষা নিশ্চায়নে ভারত সরকার সর্বোচ্চ তদারকি করছে বলেও জানান তিনি। বন্দীদের মুক্তির বিষয়ে ভারত সরকার সার্বক্ষণিক কনস্যুলার সুবিধা প্রদান করছে বলেও জানান মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য।
এসময়, বন্দীদের ফেরানোর বিষয়ে মুরালি জানান, “প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে আজ পর্যন্ত ভারত ৫০টি দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করেছে এবং ১২টি দেশের সঙ্গে প্রত্যর্পণের ব্যবস্থা নিশ্চিত করেছে।” এছাড়া, প্রায় ৩১ টি দেশের সাথে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরের বিষয়েও চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে তথ্য দেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক