আগামী ৮-১০ জানুয়ারী মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হবে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার এর ১৭ তম সংস্করণ। প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের সমাপ্তি অধিবেশনে প্রায় ২৭ জন বিদেশে বসবাসরত ভারতীয়কে সম্মাননা তুলে দিবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তথ্যটি নিশ্চিত করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গিয়েছে, অনাবাসী ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের, তাঁদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিভিন্ন সংস্থাকে অথবা বিদেশে প্রবাসী ভারতীয়দের ব্যতিক্রমী কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে ভারত সরকার।
উল্লেখ্য, এবারের পুরস্কার মনোনয়ন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং কমিটির সদস্য সচিব ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিচে পুরস্কার প্রাপ্তদের তালিকা তুলে ধরা হলো:
Ø বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রবাসী অধ্যাপক ড. জগদীশ চেন্নুপতি।
Ø শিক্ষায় ভুটান প্রবাসী অধ্যাপক সঞ্জীব মেহতা।
Ø শিল্প, সংস্কৃতি ও শিক্ষায় ব্রাজিল প্রবাসী অধ্যাপক দিলীপ লাউন্ডো।
Ø মেডিসিনে ব্রুনাই দারুসসালাম প্রবাসী ডাক্তার আলেকজান্ডার মালিয়াকেল জন।
Ø কমিউনিটি কল্যাণে কানাডা প্রবাসী ডাঃ বৈকুন্তম আইয়ার লক্ষ্মণ।
Ø শিল্প, সংস্কৃতি ও শিক্ষায় ক্রোয়েশিয়া প্রবাসী জোগিন্দর সিং নিজ্জার।
Ø তথ্য প্রযুক্তিতে ডেনমার্ক প্রবাসী অধ্যাপক রামজী প্রসাদ।
Ø কমিউনিটি কল্যাণে ইথিওপিয়া প্রবাসী ডাঃ কান্নান আম্বালাম।
Ø কমিউনিটি ওয়েলফেয়ার অ্যান্ড মেডিসিনে জার্মানি প্রবাসী ডঃ অমল কুমার মুখোপাধ্যায়।
Ø রাজনীতি ও সমাজকল্যাণে গায়ানা প্রবাসী ড. মোহাম্মদ ইরফান আলী।
Ø ব্যবসা এবং সম্প্রদায় কল্যাণে ইসরায়েল প্রবাসী রীনা বিনোদ পুশকর্ণ।
Ø শিক্ষায় জাপান প্রবাসী ডাঃ মাকসুদা সারফি শিওতানি।
Ø শিক্ষায় মেক্সিকো প্রবাসী রাজাগোপাল ড.
Ø ব্যবসায়ী সম্প্রদায় কল্যাণে পোল্যান্ড প্রবাসী অমিত কৈলাশ চন্দ্র লাঠ।
Ø সম্প্রদায় কল্যাণে কঙ্গো প্রজাতন্ত্র প্রবাসী পরমানন্দ সুখুমল দাসওয়ানি।
Ø ব্যবসায় সিঙ্গাপুর প্রবাসী পীযূষ গুপ্তা।
Ø সম্প্রদায় কল্যাণে দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহনলাল হীরা।
Ø সঞ্জয়কুমার শিবাভাই প্যাটেল দক্ষিণ সুদান প্রবাসী ব্যবসা এবং সম্প্রদায় কল্যাণে।
Ø সম্প্রদায় কল্যাণে শ্রীলঙ্কা প্রবাসী শিবকুমার নাদেসান।
Ø সম্প্রদায় কল্যাণে সুরিনাম প্রবাসী ড. দেওয়ানচন্দ্রেভোস শারমন।
Ø বিজ্ঞান ও প্রযুক্তিতে সুইজারল্যান্ড প্রবাসী ডঃ অর্চনা শর্মা।
Ø সম্প্রদায় কল্যাণ ও শিক্ষায় ত্রিনিদাদ ও টোবাগোর প্রবাসী বিচারপতি ফ্রাঙ্ক আর্থার সিপারসাদ।
Ø ব্যবসায়িক ও সম্প্রদায় কল্যাণে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিদ্ধার্থ বালাচন্দ্রন
Ø মিডিয়ায় যুক্তরাজ্য প্রবাসী চন্দ্রকান্ত বাবুভাই প্যাটেল।
Ø মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসা ও সম্প্রদায় কল্যাণে ডঃ দর্শন সিং ধালিওয়াল।
Ø ব্যবসায় যুক্তরাষ্ট্র প্রবাসী রাজেশ সুব্রামানিয়াম।
Ø ব্যবসায় উজবেকিস্তান প্রবাসী অশোক কুমার তিওয়ারি।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক