০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফোনালাপ মোদীর

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফোনালাপ সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনের সিংহাসনে বসার পর এই প্রথম মোদীর সঙ্গে কথা হল তৃতীয় চার্লসের। যে আলোচনায় জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ, জীববৈচিত্র্যের মতো বিষয় উঠে এসেছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সফল কার্যকালের জন্য তৃতীয় চার্লসকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ, জীববৈচিত্র্যের সংরক্ষণ, শক্তি-পরিবর্তনে অর্থ প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনী সমাধানের মতো পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

মোদী ও তৃতীয় চার্লসের ফোনালাপে জি২০ সভাপতিত্বের বিষয়টিও উঠে এসেছে। জি২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে কী কী বিষয়ে ভারত অগ্রাধিকার প্রদান করছে, তা তৃতীয় চার্লসকে বুঝিয়ে বলেছেন মোদী। এসময় ব্রিটিশ রাজাকে ‘মিশন লাইফ’-র (মিশন লাইফস্টাইল অফ এনভায়রনমেন্ট) প্রাসঙ্গকিতাও বুঝিয়ে দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

সেইসঙ্গে কমনওয়েলথ নিয়েও মোদী ও তৃতীয় চার্লসের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে কমনওয়েলথকে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে কথা হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

সেই ফোনালাপের পর টুইটবার্তায় মোদী বলেন, ‘পরিবেশ রক্ষা, জলবায়ুর সহনশীলতা এবং কমনওয়েলথ-সহ বিভিন্ন যৌথ বিষয় নিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলতে পেরে দারুণ লাগলো।’ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফোনালাপ মোদীর

প্রকাশ: ০৯:২৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফোনালাপ সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনের সিংহাসনে বসার পর এই প্রথম মোদীর সঙ্গে কথা হল তৃতীয় চার্লসের। যে আলোচনায় জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ, জীববৈচিত্র্যের মতো বিষয় উঠে এসেছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সফল কার্যকালের জন্য তৃতীয় চার্লসকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ, জীববৈচিত্র্যের সংরক্ষণ, শক্তি-পরিবর্তনে অর্থ প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনী সমাধানের মতো পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

মোদী ও তৃতীয় চার্লসের ফোনালাপে জি২০ সভাপতিত্বের বিষয়টিও উঠে এসেছে। জি২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে কী কী বিষয়ে ভারত অগ্রাধিকার প্রদান করছে, তা তৃতীয় চার্লসকে বুঝিয়ে বলেছেন মোদী। এসময় ব্রিটিশ রাজাকে ‘মিশন লাইফ’-র (মিশন লাইফস্টাইল অফ এনভায়রনমেন্ট) প্রাসঙ্গকিতাও বুঝিয়ে দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

সেইসঙ্গে কমনওয়েলথ নিয়েও মোদী ও তৃতীয় চার্লসের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে কমনওয়েলথকে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে কথা হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

সেই ফোনালাপের পর টুইটবার্তায় মোদী বলেন, ‘পরিবেশ রক্ষা, জলবায়ুর সহনশীলতা এবং কমনওয়েলথ-সহ বিভিন্ন যৌথ বিষয় নিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলতে পেরে দারুণ লাগলো।’ খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক