সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
জাতিসংঘে সবচেয়ে বড় নারী শান্তিরক্ষী দল পাঠালো ভারত

জাতিসংঘে সবচেয়ে বড় নারী শান্তিরক্ষী দল পাঠালো ভারত

শান্তিরক্ষী

জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে ভারতীয় ব্যাটালিয়নের অংশ হিসেবে সুদানের আবেই অঞ্চলে নারী শান্তিরক্ষীদের এক প্ল্যাটুন মোতায়েন করতে চলেছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন দ্বারা জারি করা একটি রিলিজ অনুসারে, এটিই হবে রাষ্ট্রসংঘের মিশনে মহিলা শান্তিরক্ষীদের বৃহত্তম একক দল। ২০০৭ সালে ভারত লাইবেরিয়ায় প্রথমবারের মতো একটি সর্ব-মহিলা বাহিনী মোতায়েনের পর থেকে, এটিই জাতিসংঘ মিশনে মহিলা শান্তিরক্ষীদের ভারতের বৃহত্তম একক ইউনিট হবে।

২০০৭ সালে, ভারত রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য সর্ব-মহিলা দল মোতায়েন করা প্রথম দেশ হয়ে ওঠে। লাইবেরিয়ার গঠিত পুলিশ ইউনিটগুলো ২৪ ঘণ্টা গার্ড ডিউটি প্রদান করে, রাজধানী মনরোভিয়ায় রাত্রিকালীন টহল দেয় এবং লাইবেরিয়ান পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় দলে দু’জন অফিসার এবং ২৫ জন্য অন্যান্য পদে রয়েছেন। এরা একটি এনগেজমেন্ট প্ল্যাটুনের অংশ গঠন করবে এবং এর সঙ্গে তারা ব্যাপক নিরাপত্তামূলক কাজও করবে। আবেইতে সাম্প্রতিক কালে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় নারী ও শিশুদের জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়েছে। আবেই-তে ভারতীয় শান্তি রক্ষক বাহিনীর মোতায়েন, এই সমস্যা অনেকটাই সামলাতে পারবে।

নিরাপত্তা পরিষদ ২০১১ সালের ২৭ জুন জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা করে সুদানের আবেইতে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। নিরাপত্তা পরিষদ আবেইতে সহিংসতা ও উত্তেজনা বৃদ্ধি এবং জনসংখ্যা বাস্তুচ্যুতির বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত, ভারত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দ্বিতীয় বৃহত্তম অবদানকারী দেশ। ৫৮৮৭ সৈন্য নিয়ে ১২টি মিশনে কাজ করেছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak