দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক সম্পর্কোন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও স্লোভেনিয়া। শুক্রবার, স্লোভেনিয়ার রাজধানী লুব্লজানায়, উভয় রাষ্ট্রের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যকার ৯ম পরামর্শ সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে এক বিবৃতি জারি করে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উভয় পক্ষই কৃষি, স্বাস্থ্য, এসএন্ডটি, প্রতিরক্ষা, মহাকাশ, মাইগ্রেশন এবং গতিশীলতা, জলবায়ু উদ্ভাবন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে সম্পর্ক এগিয়ে যাবার উপায় নিয়ে আলোচনা করেছে।
এছাড়াও, ভারত ও ইইউ-এর মধ্যে এফটিএ আলোচনার পুনঃপ্রবর্তন ও দ্বিপাক্ষিক সংযোগ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করে দু পক্ষ। পাশাপাশি আফগানিস্তান, ইউক্রেন, ইন্দো-প্যাসিফিক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, জলবায়ু কর্ম, ভারতের জি-২০ প্রেসিডেন্সি নিয়েও আলোচনা করেন প্রতিনিধিগণ।
উল্লেখ্য, গত বছরই কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্ণ করেছে ভারত ও স্লোভানিয়া। প্রতিরক্ষা, বাণিজ্য ও অভিবাসন খাতে উভয় রাষ্ট্রের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। গত বছরও দেশটিতে সফরে গিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
প্রসঙ্গত, বৈঠকে ভারতের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং স্লোভেনিয়ার প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্র সচিব স্যামুয়েল জাবোগার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক