আগামী ০৯ থেকে ১১ জানুয়ারী অবধি প্রায় তিনদিন ব্যাপী মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-মার্কিন বাণিজ্য নীতি ফোরামের ১৩তম বৈঠক। এ উপলক্ষ্যে আজ রাতেই আমেরিকার উদ্দেশ্যে রওনা করবেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল।
রবিবার, ভারতের কেন্দ্রীয় বাণিজ্য দপ্তরের জারি করা একটি অফিসিয়াল প্রেস রিলিজ অনুসারে, গোয়েল ১১ জানুয়ারী ওয়াশিংটন ডিসিতে ১৩ তম বাণিজ্য নীতি ফোরামের (টিপিএফ) বৈঠকে যোগ দেবেন। প্রতিনিধি স্তরের আলোচনার আগে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত ক্যাথরিন তাই-এর (ইউএসটিআর) সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন।
এর আগে সর্বশেষ গত ২০২১ সালের ২৩ নভেম্বর নয়াদিল্লিতে ১২তম টিপিএফ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য দপ্তর।
জানা গিয়েছে, ওয়াশিংটন সফরের প্রথম ধাপে মার্কিন স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠানের সিইওদের সাথে মতবিনিময় করবেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী গোয়েল। এছাড়া, যুক্তরাষ্ট্রে বিভিন্ন কমিউনিটি ইভেন্টে অংশ নেবেন তিনি। বিভিন্ন শিল্প কারখানা পরিভ্রমণের কথাও রয়েছে তাঁর।
দপ্তর সূত্রে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডোর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন গোয়েল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক