সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
গায়ানার রাষ্ট্রপতির সাথে মোদীর বৈঠক

গায়ানার রাষ্ট্রপতির সাথে মোদীর বৈঠক

বৈঠক

১৭তম প্রবাসী ভারতীয় দিবসের মাঝখানেই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গায়ানার রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান আলী। সোমবার, মধ্যপ্রদেশের ইন্দোরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারের প্রবাসী ভারতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গায়ানা ও সুরিনামের রাষ্ট্রপতি।

পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, দ্বিপাক্ষিক এই বৈঠকে স্বাস্থ্য, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা এবং পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা করেছেন উভয় নেতা। এসময়, ভারত ও গায়ানার মধ্যকার প্রায় ১৮০ বছর পুরনো সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি, করোনা মহামারীতে ভারতীয় সাহায্যের জন্য মোদীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আলী।

এছাড়া, এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “আজ ইন্দোরে গায়ানার রাষ্ট্রপতির সাথে বৈঠক করতে পেরে আনন্দিত। আমরা স্বাস্থ্য, প্রযুক্তি, পরিকাঠামো এবং আরও অনেক কিছুর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক গভীর করার বিষয়ে কথা বলেছি।”

উল্লেখ্য, ছয়দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন গায়ানার রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান আলী। ০৮ থেকে ১৪ জানুয়ারী ভারতে থাকবেন তিনি। ইন্দোর ছাড়াও দিল্লি, কানপুর, ব্যাঙ্গালুরু ও মুম্বাই সফর করবেন গায়ানার রাষ্ট্রপতি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak