১৭তম প্রবাসী ভারতীয় দিবসের মাঝখানেই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপারসাদ সন্তোখী। সোমবার, মধ্যপ্রদেশের ইন্দোরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারের প্রবাসী ভারতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গায়ানা ও সুরিনামের রাষ্ট্রপতি।
পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, দ্বিপাক্ষিক এই বৈঠকে ডিজিটাল উদ্যোগ, প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা করেছেন উভয় নেতা। এসময়, ভারত ও সুরিনামের মধ্যকার প্রায় ৫০ বছর পুরনো সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি, করোনা মহামারীতে ভারতীয় সাহায্যের জন্য মোদীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সান্তোখী।
এছাড়া, এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “আজ ইন্দোরে সুরিনামের রাষ্ট্রপতির সাথে বৈঠক করতে পেরে আনন্দিত। আমরা ভারত এবং সুরিনামের মধ্যে সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করেছি। আমরা উদ্ভাবন, প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং আরও অনেক কিছুর মতো ভবিষ্যতের ক্ষেত্রে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেছি।”
উল্লেখ্য, আটদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপারসাদ সন্তোখী। ০৭ থেকে ১৪ জানুয়ারী ভারতে থাকবেন তিনি। ইন্দোর ছাড়াও দিল্লি, গুজরাট এবং আহমেদাবাদ সফর করবেন সুরিনামের রাষ্ট্রপতি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক