ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে ভয়েস অব গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার সকালে অনলাইনে এই আয়োজনে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভাষণে তিনি দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর নেতৃবৃন্দকে নিজস্ব উন্নয়ন ও মানবজাতির তিন-চতুর্থাংশের জন্য ঐক্যবদ্ধভাবে একটি সাধারণ এজেন্ডা তৈরির আহ্বান জানিয়েছেন।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত ছিলেন যেখানে বিশ্ব নেতৃবৃন্দ তাদের নিজ দেশের মতামত তুলে ধরেন। তিনি এই গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। কেননা এটি সারা বিশ্বের সহযোগীদের সঙ্গে যুক্ত হওয়ার একটি অনন্য সুযোগ।
জি২০ প্রেসিডেন্সি গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ মূল সুর নিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতের জন্য জি২০-এর প্রেসিডেন্ট হিসেবে ভারতের দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশ স্বাগত জানায়।
ভাষেণ উদীয়মান বৈশ্বিক ব্যবস্থাকে পুনর্নির্মাণ করতে বিশ্বব্যাপী দক্ষিণের দেশগুলোর প্রতিনিধিত্বকারীদেরকে সমস্বরে আওয়াজ তোলার আহ্বান জানান মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক