শুরু হয়েছে ভারত ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক নৌমহড়া বরুণ এর ২১ তম সংস্করণ। ১৬ জানুয়ারী, সোমবার, ভারতের পশ্চিম সমুদ্র তীরে শুরু হয়েছে যৌথ মহড়াটি। আগামী ২০ জানুয়ারী যৌথ এই অনুশীলন শেষ হওয়ার কথা রয়েছে।
জানা গিয়েছে, মহড়াটিতে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিত্ব করবে দেশীয় আইএনএস চেন্নাই গাইডেড মিসাইল স্টিলথ ডেস্ট্রয়ার, দেশীয় আইএনএস তেগ গাইডেড মিসাইল ফ্রিগেট, পি-৮আই এবং ডর্নিয়ার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট, ইন্টিগ্রেটেড হেলিকপ্টার এবং মিগ-২৯ কে যুদ্ধবিমান।
অন্যদিকে, ফরাসি নৌবাহিনীর প্রতিনিধিত্ব করবে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার চার্লস ডি গল, ফ্রিগেট এফএস ফোরবিন এবং প্রোভেন্স, সাপোর্ট ভেসেল এফএস মার্নে এবং আটলান্টিক মেরিটাইম টহল বিমান।
ভারতের প্রতিরক্ষা দপ্তর এক প্রেসবার্তায় জানিয়েছে, ১৯৯৩ সালে শুরু হয়েছিলো ভারত ও ফ্রান্সের যৌথ এই নৌমহড়া। ২০০১ সাল থেকে এই মহড়ার নামকরণ করা হয় বরুণ।
মহড়াটির ফলে সমুদ্রে ভাল শৃঙ্খলা তৈরী এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই নৌবাহিনীর মধ্যে অপারেশনাল স্তরের মিথস্ক্রিয়াকে সহজতর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট মহল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক