ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনার বড় ধরনের মহড়া চালাচ্ছে। এই মহড়ায় ৪০ হাজার নৌসেনা অংশ নিয়েছেন। ট্রোপেক্স-২০২৩ নামে এই বার্ষিক থিয়েটার লেভেল মহড়ায় নৌসেনার সঙ্গে সামিল হয়েছে সেনা, বায়ুসেনা ও উপকূলরক্ষী বাহিনীও।
ভারতের নৌবাহিনীর সূত্রে জানা গিয়েছে, এই মহড়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে। এ ধরনের পরিস্থিতি তৈরি বাস্তবে তৈরি হলে ভারতের সেনা কীভাবে যৌথভাবে এর মোকাবিলা করবে তারই মহড়া চলছে। ২৪ জানুয়ারী শুরু হওয়া মহড়াটি চলবে আগামী মার্চ মাস অবধি।
ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে চলছে এই মহড়া। এতে নৌসেনার প্রায় ৬০ টি যুদ্ধজাহাজ, পাঁচটি সাবমেরিন এবং প্রায় ৭০ টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে।
জানা গেছে, নৌসেনার পূর্ব ও পশ্চিম উভয় কম্যান্ডই এই মহড়ায় সামিল হয়েছে। এয়ারক্র্যাফ্ট কেরিয়ার সহ আইএনএস বিক্রমাদিত্য, জলাশ্ব, শিবালিক ক্লাস শিপ, তলওয়ার ক্লাস ও পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ, আইএনএস চক্র এই মহড়ায় রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক