সাইবার খাতে সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং নেদারল্যান্ডস। শনিবার, নয়াদিল্লিতে দু দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যকার দ্বিতীয় সাইবার সংলাপে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে তথ্যটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
জানা গিয়েছে, বর্তমান বিশ্ব বাস্তবতায় ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সাইবার নিরাপত্তা খাতে সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে ইতিবাচক ভারত এবং নেদারল্যান্ডস উভয় রাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তাগণই। এ নিয়েই শনিবারের সংলাপে মূলত আলোচনা হয়।
পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, সংলাপে আলোচনার মধ্যে রয়েছে কৌশলগত অগ্রাধিকার, সাইবার হুমকি মূল্যায়ন, পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ (৫ জি প্রযুক্তি সহ), সক্ষমতা বৃদ্ধি (ইন্দো-ডাচ সাইবার নিরাপত্তা স্কুল সহ) এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা, এবং সর্বশেষ, জাতিসংঘে সাইবার উন্নয়ন।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী সাইবার স্পেসের সাম্প্রতিক উন্নয়নের প্রেক্ষাপটে মূলত এবারের দ্বিতীয় ভারত-নেদারল্যান্ডস সাইবার ডায়ালগ এবং ভারত ও নেদারল্যান্ডের নিজ নিজ সাইবার এজেন্সি/বিভাগের মধ্যে একটি ব্যাপক এবং গভীর সাইবার সহযোগিতা গড়ে তোলার জন্য অনুষ্ঠিত হয়েছিল।
সংলাপের ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার কূটনীতি বিভাগের যুগ্ম সচিব মুয়ানপুই সাইয়াউই। অন্যদিকে, নেদারল্যান্ডস সরকারের পক্ষে ছিলেন দেশটির নিরাপত্তা নীতি ও সাইবার বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ নাথালি জার্সমা।
উল্লেখ্য, প্রায় চারশ বছরেরও বেশি সময় যাবত বন্ধুত্বপূর্ণ এবং বহুমুখী সম্পর্ক উপভোগ করছে ভারত এবং নেদারল্যান্ডসের সাধারণ জনগণ। এছাড়া, উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছরে ঠেকেছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক