বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং সার্বিয়া। শনিবার নয়াদিল্লিতে দু দেশের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যকার ৮ম পরামর্শ সভা চলাকালে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও, অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, ওষুধপত্র, কৃষি, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যস্ততার ব্যাপক পর্যালোচনা করেছে উভয় পক্ষের প্রতিনিধিগণ।
পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈঠককালে বহুপাক্ষিক ফোরামে দৃঢ় সহযোগিতার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ভারত এবং সার্বিয়ার প্রতিনিধিগণ। এসময়, প্রতিবেশী, ইউক্রেন, ভারতের জি-২০ প্রেসিডেন্সি, গ্লোবাল সাউথ এবং জাতিসংঘের উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থের আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলোতেও মত বিনিময় করেছে দু পক্ষ।
বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা এবং সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক সহকারী মন্ত্রী রাষ্ট্রদূত ভ্লাদিমির মারিচ। পরবর্তী রাউন্ড ফরেন অফিস কনসালটেশন বেলগ্রেডে পারস্পরিক সুবিধাজনক তারিখে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ভারত এবং সার্বিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বিগত কয়েক দশক যাবত দৃঢ় বন্ধুত্বপূর্ণ এবং বহুমুখী বাণিজ্যিক সম্পর্ক উপভোগ করছে ভারত এবং সার্বিয়ার সাধারণ জনগণ। ২০২১ সালের অক্টোবরেও জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশটিতে সফর করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক