২০২৩-এর শেষদিকে জি-২০ মিটিং সংঘটিত হতে চলেছে ভারতে এবং তারই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে এখন থেকেই। জি-২০ সম্মেলন নিয়ে ইউজিসি (ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন) নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জি-২০ মিটিং এর জন্য ইউজিসি স্বীকৃত সমস্ত কলেজ ও প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বিভিন্ন অভিনব ডিজিটাল উদ্ভাবনের জন্য বলা হয়েছে।
উদ্যোক্তা, স্টার্ট-আপ, বিভিন্ন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের কাছে এই আবেদন জানানো হয়েছে। দ্যা ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি দফতরের তরফ থেকে এই আবেদন জানানো হয়েছে।
শিক্ষার্থীদের একেবারে নতুন ভাবনা তৈরি করার জন্য আবেদন করা হয়েছে। যেমন ডিজিটাল সেলফি পয়েন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার-সহ আরও অনেক উন্নত এবং বিশ্বমানের ডিজিটাল উদ্ভাবনের কথা বলা হয়েছে, যা থেকে সম্মেলনে অভ্যাগতরা স্মরণীয় অভিজ্ঞতা লাভ করবেন।
এদিকে, যতদিন যাচ্ছে ততই যেন ভারতের গুণগান গাইতে আরম্ভ করেছেন সারা বিশ্বের বিভিন্ন স্তরের মানুষরা। এবার ভারতের গুণগান করতে শোনা মাইক্রোসফটের চেয়ারম্যান ও চিফ একজিকিউটিভ অফিসার নাদেলাকে। গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার পাশাপাশি সত্য নাদেলা জানালেন, এটা দেখে খুবই অনুপ্রাণিত লাগে যে ডিজিটাল রূপান্তরের দিকে ভারত লক্ষ্য দেওয়ার ফলে তাদের আর্থিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মাইক্রোসফটের প্রধান টুইট করেন, “গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। এটা দেখে খুবই অনুপ্রাণিত হচ্ছি যে ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে ভারত তাদের খুব দৃঢ়ভাবে তাদের অর্থনীতির বৃদ্ধি করছে। তাদের লক্ষ্যকে এই দিকে একমুখী করে এগিয়ে চলেছে। আমরাও ভারতের নাগরিকদের ডিজিটাল ইন্ডিয়া ভিশনকে অনুভব করাতে সাহায্য করতে চাই এবং বিশ্বকে আলোকিত করতে চাই।”
ভারত সফরে এসে গতকালই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মাইক্রোসফটের প্রধান। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল ডিজিটাল ডমিউনের গর্ভনেস ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়। তিন দিনের ভারত সফরে নাদেলার মুম্বই, বেঙ্গালুরু ও নয়াদিল্লিতে কর্মসূচি রয়েছে।
এর মধ্যে সফরের প্রথম দিনেই তিনি মুম্বইয়ের মাইক্রোসফট ফিউচার রেডি লিডারশিপ সামিটে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, “ক্লাউড-বেসড সার্ভিসেস যা প্রকৃতভাবে দক্ষ এবং গেম চেঞ্জার। এই ধরনের প্রযুক্তির ব্যবহার আগামী দিনে আরও বাড়বে।” খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক