শ্রীলঙ্কার পরিবহণ কাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশটিকে ৫০ টি আধুনিক বাস সরবরাহ করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। দ্বীপরাষ্ট্রটির ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের একদিন পরই দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে বাসগুলোর চাবি হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে।
এ বিষয়ে এক টুইটবার্তায় বিস্তারিত জানিয়েছে শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় দূতাবাস। সেখানে বলা হয়েছে, “লঙ্কার পাবলিক ট্রান্সপোর্ট অবকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে মাননীয় রাষ্ট্রপতি বিক্রমাসিংহকে ভারতীয় অর্থায়নে ক্রয় করা আধুনিক বাসগুলোর চাবি হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে।”
উল্লেখ্য, এ যাবত প্রায় ৫০০ টি বাস আর্থিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে উপহার দিয়েছে ভারত। বাসগুলো শ্রীলঙ্কা ট্রান্সপোর্ট বোর্ড এর তত্ত্বাবধানে ব্যবহার করা হবে।
প্রসঙ্গত, ২ কোটি ২০ লাখ অধিবাসীর দ্বীপরাষ্ট্রটিতে আর্থিক মন্দা চরমে পৌঁছেছে।১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র। বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানিরও ক্ষমতা হারিয়েছে দেশটি।
দেশটিতে মারাত্মক অর্থনৈতিক ও জ্বালানি-সংকট তৈরি হয়েছে। হাজারো মানুষ ফিলিং স্টেশনের সামনে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মুদ্রা বিনিময় সংকটের কারণে আমদানি বিধিনিষেধ থাকায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বল্পতা দেখা দিয়েছে।
এর দরুন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। দেশটির প্রায় প্রতিটি জায়গায় সরকারের প্রতিনিধিদের কুশপুতুল দাহ করা হচ্ছে। অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।
এই অবস্থায় শিয়রে শমন হয়ে দেখা দিয়েছে শ্রীলঙ্কার তেলের ভাড়ার, যা এক্কেবারে শূন্যের কোটায়। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। এ অবধি দ্বীপরাষ্ট্রটিকে প্রায় ৪ বিলিয়ন ডলার সমপরিমাণের আর্থিক সহায়তা দিয়েছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক