সোমবার ● ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
দঃ কোরিয়া থেকে ভারতে পদযাত্রা ১০৮ বৌদ্ধ সন্ন্যাসীর

দঃ কোরিয়া থেকে ভারতে পদযাত্রা ১০৮ বৌদ্ধ সন্ন্যাসীর

বৌদ্ধ

দক্ষিণ কোরিয়া থেকে ভারতের উদ্দেশ্যে পদযাত্রা করতে যাচ্ছেন ১০৮ সদস্যের একটি বৌদ্ধ সন্ন্যাসী দল। আগামী ০৯ ফেব্রুয়ারী হতে ২৩ মার্চ অবধি প্রায় ৪৩ দিন ধরে ১১০০ কিলোমিটারের বেশি হাঁটবেন তারা। এসময়, ভারতে বুদ্ধের পদচিহ্ন এবং জীবনযাত্রার সন্ধান করবেন তারা।

জানা গিয়েছে, সন্ন্যাসীদের এই দল ভারতের উত্তর প্রদেশ এবং বিহারের বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করবে এবং পরবর্তীতে নেপালে যাবে। এ বিষয়ে গতকাল ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, ভারত ও দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। তীর্থযাত্রার লক্ষ্য দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি করা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে আরও জানা গিয়েছে, ভারতে পৌছানোর পর এই তীর্থযাত্রীগণ বারাণসীর সারনাথ যাবেন এবং সেখান থেকে নেপালের শ্রাবস্তিতে যাবেন। এছাড়া, গোটা পদযাত্রায় সন্ন্যাসীদের স্লোগান হিসেবে ব্যবহৃত হবে, দিয়ে ‘ওহ, মানুষ! ওহ প্রেম! ওহ, জীবন!’

এই প্রসঙ্গে ভারতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জায়ে ঝোকে বলেন, তীর্থযাত্রায় অংশ নেয়া সন্ন্যাসীগণ আটটি প্রধান বৌদ্ধ পবিত্র স্থানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন; ভারতীয় বৌদ্ধধর্ম এবং সংস্কৃতির অভিজ্ঞতা নিবেন এবং ধর্মীয় নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক করুন; বিশ্ব শান্তির জন্য প্রার্থনা সমাবেশ এবং জীবনের মর্যাদার জন্য একটি আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করবেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak