নেপালকে ১১ টি উন্নয়ন প্রকল্প হস্তান্তর করেছে ভারত। গত সপ্তাহে হিমালয় কন্যা খ্যাত দেশটির মধ্যপ্রদেশ এবং বাগমতিতে ভারতীয় অর্থায়নে করা এই প্রকল্পগুলো নেপালের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। জানা গিয়েছে, উক্ত প্রকল্পগুলোর মধ্যে প্রায় ছয়টি শিক্ষা প্রকল্প এবং পাঁচটি স্বাস্থ্য খাতের প্রকল্প।
ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্বোক্ত এই প্রকল্পগুলো নেপালের সরকারের শীর্ষ অগ্রাধিকার। ভারতীয় উদ্যোগ ও অর্থায়নে করা এই প্রকল্পগুলো নেপালের অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে ব্যপক কাজে আসবে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়েছে, প্রকল্পগুলো আনুষ্ঠানিকভাবে কাঠমুন্ডুতে নিযুক্ত রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, সিরাহাতে অবস্থিত শ্রীরাম জানকী মধ্যমিক বিদ্যালয় এবং মহেন্দ্র গেনাই মেমোরিয়াল ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হাসপাতাল। সাপ্তারিতে গজেন্দ্র নারায়ণ সিং সাগরমাথা জোনাল হাসপাতাল, শ্রী নরেন্দ্র মেমোরিয়াল পাবলিক সেকেন্ডারি স্কুল এবং শ্রী জনতা রামেশ্বর মেমোরিয়াল সেকেন্ডারি স্কুল।
রাষ্ট্রদূত পরে তিনটি স্বাস্থ্য পোস্ট-কুশেশ্বর দুমজা, ভুবনেশ্বরী এবং বাসেশ্বর-এর পাশাপাশি সিন্ধুলির শ্রী চন্দেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রী ভবানী মাধ্যমিক বিদ্যালয়ের জন্য স্কুল ভবন হস্তান্তর করেন। উপরন্তু, বীরগঞ্জের ভারতীয় কনসাল জেনারেল নীতেশ কুমার সরলাহিতে নেপালের সরকারি কর্মকর্তাদের কাছে শ্রী রাম সখী মোহিত সিং জনতা মাধ্যমিক বিদ্যালয় বিতরণ করেছেন।
প্রসঙ্গত, প্রায়ই নেপালের আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবেশী বন্ধু হিসেবে বিনিয়োগ করে থাকে ভারত। উপরোক্ত প্রকল্পগুলো করতেও প্রায় দেড় বিলিয়ন রুপী খরচ করেছে ভারত সরকার। উভয় রাষ্ট্রের মধ্যে ব্যাপক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক