বিদ্যমান কূটনৈতিক, বাণিজ্যিক, সামরিক ও কৌশলগত সম্পর্কের সার্বিক অবস্থার পর্যালোচনা পূর্বক দ্বিপাক্ষিক সকল স্তরে সম্পর্ক এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও ফ্রান্স। সোমবার, প্যারিসে ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা এবং ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রকের সেক্রেটারি-জেনারেল অ্যানে মারি ডেসকোটসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, পররাষ্ট্র সচিব কোয়াত্রার এই বৈঠকের কিছুদিন পূর্বেই গত মাসের ০৫ তারিখে নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ফরাসি রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো।
ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার মূল ক্ষেত্রগুলোতে অগ্রগতি পর্যালোচনা করেছে, যার মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংলাপ প্রক্রিয়া, বেসামরিক পারমাণবিক ডোমেন, ভারতের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে ইউএনএসসির সাথে সহযোগিতা।
এছাড়া, বৈঠকে জলবায়ু ও জ্বালানি স্থানান্তর, স্বাস্থ্য এবং ত্রিপক্ষীয় সহযোগিতা সহ বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দুই পক্ষ ভারতের জি-২০ প্রেসিডেন্সি, ইউক্রেনের সংঘাত, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ইত্যাদির মতো সাময়িক বিষয়ে মতবিনিময় করেছে বলেও তথ্য প্রকাশ্যে এসেছে।
উল্লেখ্য, তিনদিনের ফ্রান্স সফরে গিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সফরকালে ফ্রান্সের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা বন, ফরাসি ট্রেজারি মহাপরিচালক ইমানুয়েল মৌলিন এবং ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশলের মহাপরিচালক অ্যালিস রুফোর সঙ্গেও বৈঠক হয় তাঁর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক