একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গঠনের লক্ষ্যে এবং অত্র অঞ্চলে নিরাপত্তা ও শান্তির বিষয়ে ক্রমাগত আন্তর্জাতিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা।
পরবর্তীতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে একটি প্রেসবার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। তারা জানিয়েছে, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা গত ০৭ ফেব্রুয়ারি চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। সফরকালীন সূচীর অংশ হিসেবে নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে যোগ দেন তিনি।
জানা গিয়েছে, দুই মন্ত্রী অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষাগত বিনিময়, প্রতিরক্ষা ব্যস্ততা এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিষয়াদির সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেছেন।
এছাড়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ) ফ্রেমওয়ার্ক চুক্তিতে নিউজিল্যান্ডের স্বাক্ষরও হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাহুতা। পরবর্তীতে একাধিক টুইটবার্তায় তথ্যটি জানিয়েছেন জয়শঙ্কর।
এদিকে, মাহুতার সঙ্গে এই সফরে নিউজিল্যান্ডের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলও রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম ভারত সফর। এসময়, মুম্বাই যাবার কথাও রয়েছে তাঁর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক