ফিজির উপ-প্রধানমন্ত্রী বিমান চাঁদ প্রসাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময়, দু দেশের মধ্যকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সম্পর্কোন্নয়নের বিষয়ে বিস্তর মতবিনিময় করেন তারা। পরবর্তীতে এক টুইটবার্তায় তথ্যটি জানান জয়শঙ্কর নিজেই।
ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফিজির উপ-প্রধানমন্ত্রী (একই সাথে, অর্থ, কৌশলগত পরিকল্পনা, জাতীয় উন্নয়ন এবং পরিসংখ্যান মন্ত্রী) পাঁচ দিনের ভারত সফরে গত ৫ ফেব্রুয়ারী নয়াদিল্লী এসেছেন। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে সিটিভেনি রাবুকা ফিজির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই দু দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
এদিকে, জয়শঙ্করের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী রঞ্জন রাজকুমার এর সঙ্গেও সাক্ষাৎ করেছেন ফিজির উপ-প্রধানমন্ত্রী প্রসাদ। তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন রাজকুমার।
প্রসঙ্গে, গভীর ও গাঢ় সম্পর্ক রয়েছে ভারত এবং ফিজির। ওশেনিয়ার দেশটির বেশিরভাগ প্রবাসীই ভারতীয় এবং দু দেশের মধ্যে সম্পর্ক দিনকে দিন গভীরতর হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক