পূর্বেই জানা গিয়েছিলো, বিশ্ব হিন্দি সম্মেলনের ১২ তম আসর ফিজিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার জানা গেলো, আগামী ১৫ ফেব্রুয়ারী ফিজির নাদিতে এই সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ফিজির প্রধানমন্ত্রী সিতিভনি রাবুকা। আগামী ১৫-১৭ ফেব্রুয়ারী গোটা সভাটি অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের কেন্দ্রীয় থিম হচ্ছে, “হিন্দি: ট্র্যাডিশনাল নলেজ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।”
জানা গিয়েছে, ইতোমধ্যে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে ১২তম বিশ্ব হিন্দি সম্মেলনে অংশগ্রহণের জন্য। নিবন্ধনের জন্য বরাদ্দ করা ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে, www.vishwahindisammelan.gov.in ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে ক্যাটাগরি ভেদে রেজিস্ট্রেশন ফি আলাদা। কনফারেন্সে অংশ নিতে সাধারণ ভারতীয় নাগরিকদের দিতে হবে ২০০০ রুপি। অন্যদিকে, ভারতীয় ছাত্রদের ক্ষেত্রে এই পরিমাণ শুধুমাত্র ৫০০ রুপী। এছাড়াও, বিদেশী নাগরিকদের অংশগ্রহণের জন্য প্রায় ৫০ ডলার চার্জ করা হবে, যেখানে বিদেশী শিক্ষার্থীদের দিতে হবে মাত্র ১০ ডলার।
ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং বা কোনও অনুমোদিত ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে চার্জ অনলাইনে পরিশোধ করা যেতে পারে। বৃহত্তর অংশগ্রহণ প্রচারের জন্য গত সম্মেলনের তুলনায় এবারের চার্জ হ্রাস করা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক