হিমালয় কন্যা খ্যাত রাষ্ট্র নেপাল সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আগামী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারী প্রতিবেশী দেশটিতে অবস্থান করবেন তিনি। এসময়, নেপালের কর্তাব্যক্তিদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্বের একাধিক দিক পর্যালোচনা করবেন তিনি।
শুক্রবার, ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নেপালের পররাষ্ট্র সচিব ভারত রাজ পাউদ্যালের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন কোয়াত্রা। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম নেপাল যাচ্ছেন তিনি। সফরটি ভারতের প্রতিবেশী প্রথম নীতির অংশ হিসেবে এবং সমসাময়িক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্ববহ।
উল্লেখ্য, শতাব্দীকাল ধরে ভারত ও নেপালের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। নেপালের বৃদ্ধি ভারতের ব্যাপক অবদান রয়েছে। নেপালের অবকাঠামো এবং সংযোগের জন্য ভারতের সমর্থন দেশটির অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক একীকরণকে উত্সাহিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক বছরগুলোতে নেপালে অরুণ -২ জলবিদ্যুৎ কেন্দ্র, ভারত-নেপাল ইন্টিগ্রেটেড চেক পোস্ট, গৌতম বুদ্ধের জন্মস্থানে রেল সংযোগ স্থাপন সহ সীমান্তে আধুনিকীকরণে সহায়তা করেছে ভারত। উপরন্তু, ভারতের সহায়তায়, অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আন্তঃসীমান্ত সংযোগ প্রকল্প সম্পন্ন হয়েছে।
সমস্ত ভারত-সহায়ক প্রকল্পের লক্ষ্য হল এই অঞ্চলের অবকাঠামো এবং সংযোগগুলো উন্নত করা, যা নেপালে বৃহত্তর অর্থনৈতিক একীকরণ এবং প্রবৃদ্ধিকে উন্নীত করবে। জানা গিয়েছে, বিগত কয়েক বছরে নেপালকে প্রায় দেড় বিলিয়ন ডলারের বেশি ঋণ প্রদান করেছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক