শুক্রবার ● ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোষণা
প্রিয় পাঠকমন্ডলী, নতুন রূপে, নব উদ্যমে- দেশ ও দশের তথ্যতৃষ্ণা মেটাতে জাগ্রত, নির্ভীক ও সচেতন দৈনিক ইত্তেহাদ-এর নির্মাণপর্ব চলছে, পাশেই থাকুন...
সীমান্ত সন্ত্রাসের নিন্দায় ভারত-মিশর

সীমান্ত সন্ত্রাসের নিন্দায় ভারত-মিশর

মিশর

আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সন্ত্রাসবাদের অন্য সকল ধরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেছে ভারত এবং মিশর। বৃহস্পতিবার, নয়াদিল্লীতে উভয় দেশের পররাষ্ট্র কর্তাদের সমন্বয়ে সন্ত্রাসবাদ রোধে গঠিত তৃতীয় ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ বিষয়ে বিশদ মতবিনিময় করেন প্রতিনিধিগণ। সেখানেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা বিবৃতি দেন তারা।

পরবর্তীতে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষই বিশ্বব্যাপী এবং স্বীয় দেশে ও অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলির দ্বারা সৃষ্ট হুমকিগুলি পর্যালোচনা করেছে এবং সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদের জন্য সহায়ক সহিংস চরমপন্থা, মৌলবাদ এবং সন্ত্রাসে অর্থায়ন রোধে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেছে।

এছাড়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক সন্ত্রাসের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে উভয় পক্ষ। পাশাপাশি, সমস্ত দেশকে অবিলম্বে, টেকসই, অপরিবর্তনীয় এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ভারত ও মিশর।

জানা গিয়েছে, সন্ত্রাসবাদের চ্যালেঞ্জসমূহ ছাড়াও নিরাপত্তা পরিষদের সংস্কার, সমকালীন বৈশ্বিক রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ড, ইউক্রেন ইস্যু সহ নানাবিধ বিষয়ে মতবিনিময় করেন কর্তাগণ। উভয় পক্ষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উপর জাতিসংঘের ব্যাপক কনভেনশন (সিসিআইটি) দ্রুত চূড়ান্তকরণ এবং গ্রহণের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে, যার লক্ষ্য বিশ্বব্যাপী সন্ত্রাস-বিরোধী আইনি কাঠামোকে এগিয়ে নেওয়া এবং শক্তিশালী করা।

বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার-টেররিজমের যুগ্ম সচিব মহাবীর সিংভি এবং মিশরীয় পক্ষের নেতৃত্বে ছিলেন মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার-টেররিজম ইউনিটের পরিচালক মোহাম্মদ ফুয়াদ আহমেদ। পরবর্তী বৈঠক ০৪ মে কায়রোতে অনুষ্ঠিত হবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন




©সর্বস্বত্ব স্বত্ত্বাধিকার সংরক্ষিত ২০২১-২০২২
Designed and developed by Smk Ishtiak